আগেই জানা গেছে সামনে ব্যস্ত সূচি অপেক্ষায় আছে বাংলাদেশ দলের। চলতি মাসেই দল যাবে জিম্বাবুয়ে সফরে। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরে দম ফেলার সুযোগ নেই তামিম ইকবালদের। জিম্বাবুয়ে সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে দল। সেখানে পূর্ণ শক্তির দল পাঠাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও সাকিব আল হাসান ছুটি নিয়েছেন। এই সফরে থাকবেন না বিশ্বসেরা অলরাউন্ডার।
বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘অনেকে বলছিল দ্বিতীয় সারির দল। দ্বিতীয় সারির দল যাচ্ছে না, আমরা শক্ত বাংলাদেশ দল পাঠাতে চাই। সিনিয়র খেলোয়াড়ের বেশিরভাগই এভেইলেবল। তারা সবাই খেলতে চায়। সিনিয়র মানে যারা খেলে সবাই-ই তো সিনিয়র, কয়েকজন ছাড়া এখন তো সিনিয়ররাই খেলছে। তারা জানিয়েছে তারা এভেইলেবল। সাকিব যাচ্ছে না, এটা আগেই জানিয়েছে আমাদের।’
সব ঠিক থাকলে ১৮ জুলাই উইন্ডিজ থেকে ফিরবে বাংলাদেশ জাতীয় দল। এরপর ২২ জুলাই জিম্বাবুয়ের যাবেন তামিম ইকবালরা। সেখানে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু লড়াই। ২৫ জুলাই একমাত্র প্রস্তুতি ম্যাচ। তারপর ২৮ জুলাই প্রথম ওয়ানডে। এরপর আগামী ৩০ জুলাই ও ১ আগস্ট হবে সিরিজের শেষ দুই ওয়ানডে।
টি-টুয়েন্টির লড়াই আগামী ৪, ৬ ও ৮ আগস্ট। সব ম্যাচই অনুষ্ঠিত হবে হারারেতে। ওয়ানডে সিরিজটি ওয়ানডে সুপার লিগে অংশ নয়। বাংলাদেশ সবশেষ জিম্বাবুয়ে সফর করে ২০২১ সালে।
Discussion about this post