চাপে রয়েছে বাংলাদেশ। সিরিজে দল পিছিয়ে ০-১ ব্যবধানে। এবার হেরে গেলেই টেস্টের মতো টি-টুয়েন্টিতেও ভরাডুবি হয়ে যাবে। সিরিজ হার বাঁচাতে জয় চাই মাহমুদউল্লাহ রিয়াদের দলের। কিন্তু বৃহস্পতিবার রাতে ম্যাচটি হবে কীনা তা নিয়ে আছে শঙ্কা। দ্বীপদেশ গায়ানাতেও পা রেখে বৃষ্টি থেকে মুক্তি মিলছে না। বৃহস্পতিবার তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচ ভেসে যাওয়া নিয়ে আছে শঙ্কা।
বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ডমিনিকায় সময়টা ভাল কাটেনি। দুঃস্বপ্নের মতো এক ফেরি ভ্রমণে দল আটলান্টিক পাড়ি দেয়। সেই ধাক্কা সামলে উঠার আগেই প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। এরপর দ্বিতীয় ম্যাচে দল হতাশ করলে সিরিজে পিছিয়ে পড়ে টাইগাররা।
এ অবস্থায় দলের জয় যখন জরুরী তখন বৃষ্টি চোখ রাঙাচ্ছে। অবশ্য অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলছিলেন, ‘দেখুন, বৃষ্টির বিষয়টা আমাদের হাতে নেই। আমরা আমাদের প্রস্তুতি সাধ্যমত নেয়ার চেষ্টা করব। আমরা ইতিবাচকভাবে চিন্তা করব যে ম্যাচটা পুরোপুরি হবে। না হলে আমাদের সেটা মানসিকভাবে মানিয়ে নিতে হবে। প্রস্তুত থাকতে হবে। হয়তো ওভার কমতে পারে। আমরা ইতিবাচক থাকব আমরা পুরো ম্যাচ খেলব ইনশাল্লাহ।’
সঙ্গে রিয়াদ আরও যোগ করলেন, ‘টি-টুয়েন্টিতে অনেক সময় ওপেনাররা ভালো শুরুর পরও মিডল অর্ডার সেটা টেনে নিয়ে নাও যেতে পারে। তারপরও কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। আগের ম্যাচে সাকিব যেরকম একটা ইনিংস খেলল আমরা ১৬০ এর কাছাকাছি চলে গিয়েছিলাম। এরকম একজনকে করতে হবে। সঙ্গে কয়েকজনকে ১৫-২০-৩০ রানের ক্যামিও ইনিংস খেলতে হবে।’
টি-টুয়েন্টিতে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে ১৫বার। যেখানে ৮ বার উইন্ডিজ ও ৫ বার জিতেছে বাংলাদেশ। দুটির ফল হয়নি।
শেষ ম্যাচে বৃহস্পতিবার একাদশে ফিরতে পারেন মুনিম শাহরিয়ার। এসুযোগ পেতে পারেন নাসুম আহমেদ। গায়ানার উইকেটের কথা ভেবে তাকে ফেরাতে চায় টিম ম্যানেজম্যান্ট।
Discussion about this post