সিরিজে এমনিতেই পিছিয়ে বাংলাদেশ দল। বৃহস্পতিবার টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি খেলার আগে দুঃসংবাদ পেলেন মাহমুদউল্লাহ রিয়াদরা। স্লো ওভার রেটের কারণে শাস্তি পেলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মন্থর ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে বাংলাদেশ দলের সবাইকে।
বুধবার আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে- ওই ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার কম করেছিল বাংলাদেশ দল। এ কারণে দলটির প্রতিটি ক্রিকেটারের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।
এমনিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নিয়ম জানাচ্ছে, প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ২০ শতাংশ হারে ম্যাচ ফি জরিমানা করা হয়। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ দায় স্বীকার করে শাস্তি মেনে নেন। এ জন্য আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
৩ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে উইন্ডিজ। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। দ্বিতীয়টিতে ৩৫ রানে হারে টাইগাররা। বৃহস্পতিবার সিরিজে শেষ ম্যাচটি হয় কীনা শঙ্কা থাকছে। ডমিনিকার বৃষ্টি পিছু ছাড়েনি গায়ানায়ও। গায়ানায় আগামী ৫ দিন জুড়েই বৃষ্টি হওয়ার জোর সম্ভবনা রয়েছে!
Discussion about this post