চলতি মাসে ফের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশের ক্রিকেটাররা। না, চমকে উঠবেন না এটাই সত্য। তবে জাতীয় দল নয়, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। গত জুন মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দলটি এখন টি-টুয়েন্টি সিরিজে ব্যস্ত। এরপর ওয়ানডে লড়াই।
১৬ জুলাই শেষ ওয়ানডে খেলে দেশে ফিরবেন তামিম ইকবালরা। তারপরই জুলাই মাসের শেষে যাবে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ জাতীয় দল। একই সময়ে উইন্ডিজে যাবে বাংলাদেশ ‘এ’ দল।
‘এ’ দলের হয়ে সেই সফরে টেস্ট দলের কয়েকজনের সদস্যেরও যাওয়ার কথা। এরইমধ্যে ইঙ্গিত মিলেছে রান খরায় থাকা মুমিনুল হক, সাদমান ইসলাম আর চোট কাটিয়ে উঠা অফ স্পিনার নাঈম হাসান থাকতে পারেন সেই সফরে। ৩১ জুলাই ক্যারিবীয় দ্বীপের পথে ঢাকা ছাড়া কথা ‘এ’ দল দলের। ২২ দিনের সফরে তারা খেলবে ৩টি ওয়ানডে এবং ২টি চারদিনের ম্যাচের সিরিজ। এই মিশন শেষে ২২ আগস্ট ঢাকায় ফেরার কথা ‘এ’ দলের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ টাইগার্স ও হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের কার্যক্রম চলছে গত কয়েক মাস ধরে। জাতীয় দলের পাইপলাইন শক্ত করতেই এই উদ্যোগ। সেখান থেকেই বাছাই করে গড়া হবে বাংলাদেশ ‘এ’ দল।
ক্যারিবীয় সফরের আগে খুলনায় হবে এইচপি ইউনিট ও বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচ। ঈদের ছুটি শেষ হলেই ঘোষণা হবে ‘এ’ দল। তারপর আগামী ১৬ জুলাই খুলনায় পৌঁছে দুই দিন অনুশীলন। এইচপি ইউনিট আর ‘এ’ দল অনুশীলন শেষে ১৯ ও ২১ জুলাই দুটি ওয়ানডে ম্যাচ খেলবে। ২৪ জুলাই তিন দিনের ম্যাচ।
Discussion about this post