আরেকটি দুঃসংবাদ! এবার ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হয়ে গেলো পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের। আগের দিনই সফর থেকে ছিটকে গিয়েছিলেন জাতীয় দলের আরেক ক্রিকেটার ইয়াসির আলী চৌধুরী রাব্বী। তার সঙ্গে যোগ হলো সাইফউদ্দিনের নাম। অবশ্য ইনজুরি এই পেস বোলিং অলরাউন্ডারের নিত্যসঙ্গী হয়ে গেছে। প্রায়ই চোটে কাবু হয়ে যাচ্ছেন তিনি।
বাংলাদেশ দলের হয়ে সবশেষ খেলেছেন ২০২১ সালের অক্টোবরে। এর ৮ মাস পর ফের জাতীয় দলে ডাক পান। ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টুয়েন্টি ও ওয়ানডে দলে ছিলেন তিনি। ২৪ জুন দেশ ছাড়ার কথা ছিল। কিন্তু ইনজুরি সেরে না উঠার আগেই সর্বনাশ। বিমানে ওঠার আগেই ক্যারিবীয় সফর থেকে বাদ পড়লেন তিনি।
পিঠের চোট এখনো ভালো না হওয়ায় ফিটনেস নেই সাইফউদ্দিনের। টানা বল করতে সমস্যা হচ্ছে তার। বল করার পর চোটের জায়গায় ব্যথা পেয়েছেন তিনি। এ কারণেই তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না টিম ম্যানেজম্যান্ট। আনফিট থাকায় ছিটকে গেলেন তিনি। সেই
২০১৭ সালে বাংলাদেশ দলে অভিষেকের পর চোট সঙ্গী হয়ে আছে তার। গত ৫ বছরে আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়ানডে আর টি-টুয়েন্টিতে সমান ২৯টি করে ম্যাচ খেলেছেন তিনি। অথচ সুস্থ থাকলে ম্যাচের সংখ্যা আরও বেশি হতেই পারত।
আগের দিনই উইন্ডিজ সফর থেকে ছিটকে গেলেন ইয়াসির আলী চৌধুরী রাব্বী। ক্যারিবীয় সফরে তিন দিনের প্রস্তুতি ম্যাচে পিঠের চোট পান। সেই চোট সেরে উঠতে দেরি হবে এ কারণে ফিরিয়ে আনা হচ্ছে তাকে।
জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম বলেন, ‘দেখুন, পিঠের ইনজুরি থেকে প্রত্যাশিত সময়ের মধ্যে সেরে উঠতে পারেননি ইয়াসির আলী। পুনর্বসানও শুরু করতে পারেননি। বিশ্রামের প্রায় দুই সপ্তাহ পরও তাকে সীমিত পরিসরে শারীরিক কাজ করতে হচ্ছে। আমরা বুঝতে পারছি এই ইনজুরির সময় আরও লম্বা হবে। তাকে বাকি ম্যাচগুলোতেও পাওয়া যাবে না। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে তিনি ছিটকে গেলেন।’
Discussion about this post