এখন আক্ষেপ হতেই পারে! অ্যান্টিগা টেস্টের প্রথম দিনটাতেই সবশেষ! ১০৩ রানে ১ম ইনিংসে অলআউটের মাশুলটাই দিচ্ছে বাংলাদেশ। না হলে টেস্টে পরের দুদিন ভাল খেলার পরও কেন ব্যাকফুটে টাইগাররা?
অ্যান্টিগা টেস্টেশেনিবার তৃতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৪৯। ৪২ বলে ২৮ রানে ব্যাট করছেন ওপেনার ক্যাম্পবেল। দুই চারে ৩৬ বলে ব্ল্যাকউডের ১৭ রান। এ অবস্থায় অ্যান্টিগা টেস্টে জয়ের জন্য এখনও ৩৫ চাই ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশের দরকার ৭ উইকেট।
ম্যাচটাতে কিছুটা হলেও ফিরিয়েছেন বোলাররাই। তৃতীয় দিনে সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানের হাফসেঞ্চুরির পর বল হাতে দাপট দেখান পেসার খালেদ আহমেদ। যিনি ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক উইকেটের জন্য অভিষেকের পর অপেক্ষায় ছিলেন ১১২২ দিন। বাবর আজমকে ফিরিয়ে শিকার শুরু। সেই খালেদ শনিবার অ্যান্টিগায় ১১ বলে নিয়েছেন তিন উইকেট।
এই পেসারের বোলিংয়ে গতির পাশাপাশি রয়েছে নানা বৈচিত্র্য। স্পট বোলিংয়ে সেরা খালেদ। এখন নতুন বলে নিজের শক্তি, সামর্থ্য দিয়ে গতি ও সুইং আদায় করে এগিয়ে যাচ্ছেন। দেখাচ্ছেন দাপট। অ্যান্টিগা টেস্টে তারই এক ঝলক দেখালেন খালেদ।
এর আগে দ্বিতীয় ফিফটি তুলে সাকিব ৯৯ বলে করেন ৬৩ রান। চার বছর আগে এই মাঠেই ৬৪ রানের ইনিংস খেলেন সোহান। এবার ১৪৭ বলে ১১ চারে করেন ৬৪। সপ্তম উইকেটে সাকিব-সোহান ২২১ বলে করেন ১২৩ রানের জুটি।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৩২.৫ ওভারে ১০৩/১০ (তামিম ২৯, জয় ০, শান্ত ০, মুমিনুল ০, লিটন ১২, সাকিব ৫১, সোহান ০, মিরাজ ২, মুস্তাফিজ ০, ইবাদত ৩*, খালেদ ০; রোচ ৮-২-২১-২, সিলস ১০-২-৩৩-৩, জোসেফ ৮.৫-২-৩৩-৩, মেয়ার্স ৫-২-১০-২, মোটি ১-০-১-০)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১১২.৫ ওভারে ২৬৫/১০ (ব্র্যাথওয়েট ৯৪, বনার ৩৩, ব্ল্যাকউড ৬৩, মেয়ার্স ৭, ডা সিলভা ১, জোসেফ ০, রোচ ০, মোটি ২৩*, সিলস ১; মুস্তাফিজ ১৮-৭-৩০-১, খালেদ ২২-৪-৫৯-২, ইবাদত ২৮-৮-৬৫-২, সাকিব ২১-৫-৪৮-১, মিরাজ ২২.৫-৬-৫৯-৪, শান্ত ১-১-০-০)
বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ৫০/২) ৯০.৫ ওভারে ২৪৫ (জয় ৪২, শান্ত ১৭, মুমিনুল ৪, লিটন ১৭, সাকিব ৬৩, সোহান ৬৪, ইবাদত ১, মুস্তাফিজ ৭, খালেদ ০*; রোচ ২৪.৫-১০-৫৩-৫, সিলস ১৪-১-৪৫-০, জোসেফ ১৯-৬-৫৫-৩, মেয়ার্স ১৩-৩-৩০-২, মোটি ১৫-২-৪২-০, রিফার ৫-১-১৭-০)।
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ্য ৮৪) ১৫ ওভারে ৪৯/৩ (ব্র্যাথওয়েট ১, ক্যাম্পবেল ২৮*, রিফার ২, বনার ০, ব্ল্যাকউড ১৭*; মুস্তাফিজ ৪-১-৭-০, খালেদ ৫-০-১৪-৩, মিরাজ ২-১-১০-০, ইবাদত ২-০-১৪-০, সাকিব ২-০-৩-০)
# অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে।
Discussion about this post