টেস্ট সিরিজ শুরুর আগে দুঃসংবাদ! ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্টেই বাংলাদেশ দল পাচ্ছে না ইয়াসির আলি চৌধুরিকে। চোটে কমপক্ষে দুই সপ্তাহের জন্য ছিটকে গেছেন জাতীয় দলের এই ক্রিকেটার। কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন চোট পেয়েছিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
১১ রান করে মাঠ ছাড়েন ইয়াসির। এরপর এমআরআই স্ক্যানের রিপোর্ট দেখে দুঃসংবাদ পায় দল। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়ে দেন, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে না ইয়াসির আলি রাব্বির।
টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেও দলের সঙ্গে থাকবেন ইয়াসির। কারণ তিনি রয়েছেন ওয়ানডে ও টি-টুয়েন্টি দলেও।
বায়েজিদুল ইসলাম বলছিলেন, ‘ইয়াসির গত ১০ তারিখ থেকে পিঠের ব্যথা নিয়ে অভিযোগ করছিল। এমআরআই স্ক্যানে আমরা দেখেছি, ও লাম্বার স্পাইনে ডিস্কোজেনিক ব্যাক পেইনে ভুগছে। সাধারণত এই ধরনের সমস্যা কাটিয়ে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় নেয়। আমরা আশা করছি, ও এই সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে। এই সময়ের মধ্যে টেস্ট ম্যাচ দুটিতে পাওয়া যাবে না তাকে।’
বৃহস্পতিবার অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্ট ম্যাচে উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ দল। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৪ জুন।
Discussion about this post