স্পিনার সংকট চলছে। দেশের মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে ঠিকঠাক সঙ্গী পেলেন না সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। এ অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নড়েচড়ে বসল। এ অবস্থায় জাতীয় দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথকে নিয়ে আয়োজন করে চার দিনের বিশেষ ক্যাম্প শুরু করল বোর্ড।
রোববার ক্যাম্পের প্রথম দিন শেষে হেরাথ জানালেন, এই ক্যাম্প থেকেই আবিষ্কার হবে আগামী দিনের সাকিব আল হাসান। ক্যাম্পের জন্য ডাকা হয়েছে সম্ভাবনাময় ৩২ জন স্পিনারকে। জাতীয় দল আর ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি বিভিন্নি বয়সভিত্তিক দলে খেলা স্পিনাররা আছেন এই দলে।
স্পিনারদের নিয়ে মিরপুরে ৪ দিনের একটি বিশেষ ক্যাম্প করবেন কোচ রঙ্গনা হেরাথ। জাতীয় দলের এই স্পিন বোলিং কোচ মূলত এই ৪ দিন পর্যবেক্ষণ করবেন। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৯ মে শুরু এই ক্লাস। এই ক্যাম্প চলবে আগামী ১ জুন পর্যন্ত।
প্রথম দিন গণমাধ্যমে কথা বলেন কোচ হেরাথ। তার সেই আলাপচারিতার চুম্বক অংশ তুলে ধরা হলো এখানে-
ক্যাম্পের উদ্দেশ্য নিয়ে…
মূল লক্ষ্য হল সম্ভাবনাময় স্পিনারদের খুঁজে বের করা। কোচ হিসেবে বোঝাপড়াটাও জরুরী। ভালো একটি সেশন হয়েছে আমাদের। সামনে আরও কিছু দিন আছে। তাদের নিয়ে আরও অনেক কাজ করতে চাই।
কাউকে পেলেন স্পেশাল?
না, এখনও স্পেশাল কাউকে পাইনি। আশা করি সম্ভাবনাময় স্পিনার খুঁজে পাব। তাদের দেখে ভালোই মনে হচ্ছে।
শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের স্পিনারদের যেমন দেখলেন…
প্রথম ম্যাচে নাঈম ৬ উইকেট পেয়েছে, তাইজুল ভালো বল করেছে, আবার দ্বিতীয় টেস্টে সাকিব ৫ উইকেট পেয়েছে। এখানে পার্টনারশিপ গুরুত্বপূর্ণ। প্রত্যেক বোলার প্রতিদিন উইকেট নিতে পারবে না, এটা আমাদের বুঝতে হবে। এক্ষেত্রে উইকেট না পেলে জুটি বেঁধে বল করতে হবে। কীভাবে চাপ সৃষ্টি করবেন, মেডেন ওভার করবেন। এখানে আমাদের উন্নতি করার জায়গা আছে। আশা করি ছেলেরা এখান থেকে শিক্ষা নেবে এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে এই শিক্ষা প্রয়োগ করবে।
শেখ মেহেদী অপশন হতে পারত?
ভূমিকা কী তা বুঝতে হবে। শেখ মেহেদী টি-টোয়েন্তি ও ওয়ানডেতেই বেশি ভালো, তাই লঙ্গার ফরম্যাটে বেশি খেলেনি। যে দীর্ঘ সময় ধৈর্য ধরে একুরেসি নিয়ে বল করতে পারবে এমন কাউকে আমাদের দরকার।
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর স্পিনারদের জন্য কতটা চ্যালেঞ্জিং
বাংলাদেশে খেলি আর ওয়েস্ট ইন্ডিজ, মাথায় রাখতে হবে- আমার একটা ভূমিকা আছে, আমার একটা দায়িত্ব আছে। আপনি যেখানেই খেলুন না কেন দায়িত্ব কী তা বুঝতে হবে। ঘাস থাকতে পারে, ফ্ল্যাট ট্র্যাক হতে পারে আবার স্পিনারদের কিছু সহায়তাও থাকতে পারে। নিজের শক্তির জায়গা বের করে ঐ অনুযায়ী বল করতে হবে।
উইন্ডিজ সফরে স্পিন কোচ নেই এবার…
স্পিনারদের সাথে আমার কথা হয়েছে, কোচদের সাথেও কথা হয়েছে। আমি নিশ্চিত, যারা যাচ্ছেন তারা স্পিনারদের দেখে রাখবেন।
কী মনে হয়-সাকিব কি আরও ৫-৬ বছর খেলবে?
সে অনেক অভিজ্ঞ খেলোয়াড়। সবসময় সে সেরাটাই খেলে। সাকিবকে শুধু ফিটনেস নিয়ে ভাবতে হবে। ফিটনেস লেভেল ধরে রাখলে সে আরও অনেক দিন খেলতে পারবে।
শ্রীলঙ্কায় নানা সঙ্কট চলছে। সেখানে পরিবার কেমন আছে
সত্যি বলতে আমাদের একটু কঠিন সময় যাচ্ছে। আমার পরিবার এ মুহূর্তে ভালো আছে। তবে দেশ কঠিন পরিস্থিতিতে আছে। আশা করি সব দ্রুত ঠিক হয়ে যাবে, কয়েক মাসের মধ্যে স্বস্তির সময় আসবে।
Discussion about this post