আশা জাগিয়েও শেষ অব্দি চুপসে গেল আশার বেলুন! অথচ স্বপ্ন দেখাচ্ছিল তাইজুল ইসলামের বোলিং। মনে হচ্ছিল, শেষদিনে এসে বুঝি রোমাঞ্চ ছড়াবে চট্টগ্রাম টেস্ট। অন্তত জয়ের আশা জাগিয়ে তুলবে বাংলাদেশ। কিন্তু হলো না। দিনেশ চান্দিমালের সঙ্গে নিরোশান ডিকবেলার অপরাজিত ৯৯ রানের জুটিতে সর্বনাশ।
নিস্প্রাণ ড্র হলো চট্টগ্রাম টেস্ট। শ্রীলঙ্কা ২য় ইনিংসে বৃহস্পতিবার ৬ উইকেটে ২৬০ রান তুলতেই ইতি হয় টেস্টের। যদিও তখন দিনের খেলা বাকি ছিল মাত্র ১৫ ওভারের মতো। তখন ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক। সিরিজে এখন সমতা। ২৩ মে, সোমবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
অবশ্য জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষদিনের বড় একটা অংশ জুড়ে দাপট ছিল বাংলাদেশেরই। কিন্তু চান্দিমাল ও ডিকবেলারব্যোটে তাদের রক্ষা। বিকাল সোয়া চারটার দিকে ড্র ঘোষণা করা হয়। তখন ৬১ রানে ডিকবেলা ও ৩৯ রানে চান্দিমাল অপরাজিত ছিলেন। শেষ ইনিংসে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তাইজুল ইসলাম।
পঞ্চম দিন বৃহস্পতিবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা শ্রীলঙ্কার রান যখন ৬ উইকেটে ২৬০, ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক। তবে দুর্দান্ত ব্যাটিং করলেন ডিকভেলা ও চান্দিমাল। দ্রুত রান তুলে ডিকভেলা করেন ক্যারিয়ারের ২০তম ফিফটি। ৬ চারে ৯৫ বলে ৬১ করেন তিনি।
প্রথম ইনিংসে কোনো উইকেট না পাওয়া তাইজুল এবার সফল। ৮২ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। সাকিব নেন এক উইকেট।
প্রথম ইনিংসে ১৯৯ রান করা লঙ্কান ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুজ হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়। আর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ড পেলেন নাঈম হাসান। প্রথম ইনিংসে ১০৫ রান দিয়ে নেন ৬ উইকেট বাংলাদেশি এই স্পিনার।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৫৩ ওভারে ৩৯৭/১০ (ম্যাথুজ ১৯৯, চান্দিমাল ৬৬, ডিকভেলা ৩, রমেশ ১, এম্বুলদেনিয়া ০, বিশ্ব ১৭*, আসিথা ১; শরিফুল ২০-৩-৫৫-০, খালেদ ১৬-১-৬৬-০, নাঈম ৩০-৪-১০৫-৬, তাইজুল ৪৮-১২-১০৭-১, সাকিব ৩৯-১২-৬০-৩)
বাংলাদেশ ১ম ইনিংস: ১৭০.১ ওভারে ৪৬৫/১০ (তামিম ১৩৩, মুশফিক ১০৫, লিটন ৮৮, সাকিব ২৬, নাঈম ৯, তাইজুল ২০, শরিফুল ৩ রিটায়ার্ড আউট, খালেদ ০*; বিশ্ব ৮-০-৪২-০, আসিথা ২৬-৪-৭২-৩, রমেশ ৪৫-১০-১১৯-০, এম্বুলদেনিয়া ৪৭-৯-১০৪-১, ধনঞ্জয়া ১৯-২-৪৮-১, রাজিথা ২৪.১-৬-৬০-৪, কুসল মেন্ডিস ১-০-৮-০)
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ৯০.১ ওভারে ২৬০/৬ (আগের দিন ৩৯/২) (করুনারত্নে ৫২, মেন্ডিস ৪৮, ম্যাথিউস ০, ধনাঞ্জয়া ৩৩, চান্দিমাল ৩৯*, ডিকভেলা ৬১*; নাঈম ২৩-৫-৭৯-০, খালেদ ৭-২-৩৭-০, সাকিব ২৫-৫-৫৮-১, তাইজুল ৩৪-৯-৮২-৪, শান্ত ১-০-২-০)
ফল: ম্যাচ ড্র
ম্যাচসেরা : অ্যাঞ্জেলো ম্যাথুজ
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার : নাঈম হাসান
পরবর্তী টেস্ট: ২৩ মে, মিরপুর
Discussion about this post