দুই টেস্টের সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচটি ঠিকঠাক হতেই পারল না। দুই দিনে খেলা হওয়ার কথা ছিল ১৮০ ওভার। কিন্তু বৃষ্টিতে সর্বনাশ, হয়েছে মাত্র ১৮ ওভার। সফরকারী শ্রীলঙ্কান দলের প্রস্তুতি হলোই না। প্রথম দিন সারাদিনে হয়েছিল ৮.৩ ওভার। বুধবার দ্বিতীয় দিন সকাল থেকেই বৃষ্টি। সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও দুই ঘণ্টারও বেশি সময় পর শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে নামা বৃষ্টিতে খেলা বন্ধ হয়। দুপুর ২টার দিকে ম্যাচ শেষ করেন আম্পায়ার।
বিকেএসপির ৩ নম্বর মাঠে অনুষ্ঠিত এই খেলায় দুই দিনে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ৫০। অধিনায়ক দিমুথ করুনারত্নের একমাত্র উইকেটটি নেন মুকিদুল ইসলাম মুগ্ধ।
এদিকে আড়াই বছর পর টেস্ট দলে ডাক পেয়েছিলেন মোসাদ্দেক হোসেন। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তাকে নিয়েই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে ছিলেন টেস্টে সুযোগ পাওয়া এই ক্রিকেটার। যদিও ১ বল না খেলেই বিকেএসপি থেকে হতাশা নিয়ে চট্টগ্রামে গেলেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে রান পেয়েই মোসাদ্দেক প্রায় আড়াই বছর পর ডাক পেলেন টেস্ট দলে। দলীয় অনুশীলনে যোগ দিতে বিকেএসপি ছাড়েন তিনি। এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রান সংগ্রাহকের তালিকায় মোসাদ্দেক তৃতীয় স্থানে। ১৫ ম্যাচে ৬৫৮ রান করেছেন তিনি। এ বছরই বাংলাদেশ ক্রিকেট লিগে ওয়ালটন সেন্ট্রাল জোন চ্যাম্পিয়ন হয়। দলটির নেতৃত্বে ছিলেন মোসাদ্দেক।
এদিকে শ্রীলঙ্কান দল ১৩ মে সফরকারী দল যাবে চট্টগ্রামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট।
Discussion about this post