ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চোটের সঙ্গে মাশরাফি বিন মর্তুজার সম্পর্ক বেশ পুরনো। তবে এবার নিজের বাসায় দুর্ঘটনায় পড়ে বেশ বাজে ভাবে আহত হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। শনিবার দুপুরে বাসার একটি কক্ষের শো কেসের সঙ্গে ধাক্কা লেগে গ্লাস ছিটকে এসে আঘাত করে মাশরাফির পায়ে। তাতে পা কেটে যায় অনেকখানি। হাসপাতালে নেওয়ার পর ২৭টি সেলাই পড়ে তার পায়ে। বর্তমানে নিজ বাসায় বিশ্রামে আছেন তিনি। আপাতত গুরুতর অবস্থায় নেই জানিয়ে মাশরাফি বললেন, সবার দোয়ায় ভালো আছি এখন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে মাশরাফি লিখেছেন, ‘নিশ্চই মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আলহামদুলিল্লাহ সবার দোয়ায় ভালো আছি এখন। চিন্তা করার মতো গুরুতর অবস্থায় আপাতত নাই ইনশাল্লাহ। কিছু দিন বেড রেস্টে থাকতে হবে।’
মাশরাফি আরও লিখেছেন, ‘অনেকেই ম্যাসেজ দিয়েছেন, ফোন করে জানতে চেয়েছেন। আপনাদের সবাইকে জানাতে পারিনি বলে দুঃখিত। সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ, আল্লাহর কাজ সব ভালো।’
চোট–আঘাত যেন মাশরাফির পিছু ছাড়ছেই না। কদিন আগে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগটা খেলেছেন পিঠের চোটের সঙ্গে লড়াই করে। একদিন খেলা শেষে বাসায় ফেরার সময় বাইক দুর্ঘটনার শিকারও হয়েছিলেন তিনি।
বিভিন্ন সময় চোটে পড়ে তাঁর দুই হাঁটুতেই অস্ত্রোপচার হয়েছে সাতবার।
ঈদের আগে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রুপগঞ্জ রানার্সআপ হয়। বল হাতে দারুণ সফল ছিলেন মাশরাফি। ১৪ ম্যাচে তিনি নেন ২০ উইকেট!
Discussion about this post