ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আচমকা নিয়েছিলেন অবসর। তবে তিন বছর পর ফিরেছেন প্রথম শ্রেনির ক্রিকেটে। তাই মোহাম্মদ আমিরের আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ভেঙে ফেরার গুঞ্জন শুরু হয়েছে। তবে ব্যাপারটি নিয়ে এখনই ভাবতে চান না বাঁহাতি এ পেসার।
আমির এবার খেলছেন কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্লস্টারশায়ারে। দলটির সঙ্গে তিন ম্যাচের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। নাসিম শাহর চোটে কাউন্টিতে খেলার সুযোগ আসে ৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসারের। সাউথ্যাম্পটনে বৃহস্পতিবার মৌসুমে নিজের প্রথম উইকেট পান তিনি হ্যাম্পশায়ারের বিপক্ষে। সেখানেই তাকে প্রশ্ন করা হয় অবসর ভেঙে ফেরার কথা বিবেচনা করবেন কি-না। আমির জানান তার ভাবনা, ‘টেস্টে ফেরা নিয়ে এখনই কথা বলাটা বড্ড তাড়াতাড়ি হয়ে যায়। ভবিষ্যতে কী হবে তা কেউ জানে না, সবকিছু পরিবর্তন হতে পারে। তবে এই মুহূর্তে আমি গ্লস্টারশায়ারের হয়ে খেলা উপভোগ করছি।’
দীর্ঘ দিন পর লাল বলের ক্রিকেটে ফিরলেও ভালো অনুভব করছেন আমির, ‘আমি তিন বছর পর (প্রথম শ্রেণির ম্যাচ) খেলছি, একজন ফাস্ট বোলার হিসেবে কাজটা সহজ নয়। গত চার বছরে আমি কোনো প্রথম শ্রেণির ম্যাচ খেলিনি। তবে প্রথম ম্যাচের পর আমি ভালো অনুভব করছি। ছেলেদের সাহায্য করার এবং তাদের জন্য ভালো করার চেষ্টা করছি। একজন বোলার হিসেবে ভালো বোলিং করা এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়া আমার দায়িত্ব। সেটিই করার চেষ্টা করছি।’
লাল বলের ক্রিকেটই আপাতত উপভোগ করতে চান আমির।, ‘পিএসএলে সাইড স্ট্রেন থেকে সেরে ওঠার পর আমি অনুশীলন করেছিলাম এবং খুব ভালো বোধ করছিলাম, ভাবছিলাম কেন লাল বলের ক্রিকেটে সুযোগ হবে না। আমি মনে করি, এখন ভালো করছি এবং সঠিক পথে আছি। আমি লাল বলের ক্রিকেট উপভোগ করছি। আপাতত এখানে শুধু তিনটি ম্যাচ খেলতে এসেছি। এরপর সিপিএলে যাওয়ার পরিকল্পনা আছে।’
এরআগে টিম ম্যানেজেন্টের উপর অভিমান করে ২০২০ সালের ডিসেম্বরে হুট করে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলেছিলেন আমির।
Discussion about this post