অনেক দিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়ছিলেন তিনি। দেশ-বিদেশে চিকিৎসায় কাবু হলেও হাল ছাড়েন নি। মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে বেঁচে ছিলেন। কিন্তু এবার হার মানলেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। মঙ্গলবার বিকেলে সব লড়াই পেছনে ফেলে তিনি চলে গেলেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।
রুবেলের পারিবারিক সূত্রে জানা গেছে- মঙ্গলবার বিকেল ৫টায় মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাঁহাতি এই অলরাউন্ডার বাসাতেই ছিলেন তিনি। সেখানেই শারীরিক অবস্থার অবনতি হয়। এরপরই তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। সেখানে কর্তব্যরত ডাক্তাররা মৃত ঘোষণা করেন রুবেলকে। সাবেক বাঁহাতি স্পিনারের বয়স হয়েছিল ৪০ বছর।
এর দিন দুয়েক আগে রুবেল ভর্তি ছিলেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। মাঝে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে তার। তবে কিছুটা সুস্থ বোধ করে বাসায় ফিরে যান রুবেল। কিন্তু চলেই গেলেন তিনি।
২০১৯ সালে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। তারপর প্রায় দেড় বছরের চিকিৎসায় সুস্থ হয়ে উঠেন। কিন্তু এই বছরের জানুয়ারিতে এমআরআইয়ে জানতে পারেন যে টিউমারটি আবার বাড়তে শুরু করে। তারপর থেকে চলছে কেমোথেরাপি। ২৪টি কেমোথেরাপি নিয়েছেন ৪০ বছর বয়সী রুবেল।
সেই ২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। এরপর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সেই বছরের ১৯ মার্চ নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার হয়। ২০২০ সালে সুস্থ হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু নভেম্বরে আবার অসুস্থ হন এই ক্রিকেটার। ২০২১ সালের জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা যায় পুরোনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে।
মোশাররফ হোসেন রুবেলের ২০০৮ সালে জাতীয় দলে অভিষেক। বাংলাদেশের হয়ে ৫টি ওয়ানডে খেলেন । ২০১৬ সালে জাতীয় দলের জার্সিতে সবশেষ খেলেন রুবেল। ৫ ওয়ানডে ম্যাচে ৪ উইকেট নেন। ২০০১ সালে অভিষেকের পর ১১২ প্রথম শ্রেণির ম্যাচে নেন ৩৯২ উইকেট। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে খেলে ১ উইকেট পান। এরপর তাকে ২০১৩ সালে শ্রীলঙ্কা সফরে দেখা যায় দলে। কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়ে আবার বাদ পড়েন।
২০১৬ সালে আফগানিস্তান সিরিজে চন্ডিকা হাথুরুসিংহে দলে নেন তাকে। আট বছর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে ৩ উইকেট পান। কিন্তু পরের ম্যাচে উইকেট না পাওয়ায় রুবেল ফের জাতীয় দল থেকে বাদ পড়েন। সেখানেই শেষ তার আন্তর্জাতিক ক্রিকেট। এবার জীবনের অধ্যায়টাও শেষ হয়ে গেল রুবেলের।
Discussion about this post