দীর্ঘদিন ধরেই তিনি লড়ছেন ক্যান্সারের সঙ্গে। চিকিৎসা চলছিল রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। কিন্তু এবার লড়াইয়ে হার মানলেন তিনি। অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম মারা গেছেন। গত শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটায় মারা যান তিনি।
জানা গেছে, শাশুড়ি মারা গেলেও যুক্তরাষ্ট্র থেকে আসছেন না সাকিব। মেয়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় গত ১ এপ্রিল বড় মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান এই তারকা ক্রিকেটার। সেখানে মেয়েকে একা রেখে আসা সম্ভব নয়। অবশ্য সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির বর্তমানে রয়েছেন বাংলাদেশেই।
শনিবার গ্রামের বাড়ি নরসিংদীতে সাকিবের শাশুড়ির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। ২০২০ সালের ১৭ ডিসেম্বর মারা যান সাকিবের শ্বশুর মমতাজ আহমেদ। এবার চলে গেলেন তার শাশুড়ি।
শ্বশুর মারা যাওয়ার আগে দেশেই ছিলেন সাকিব। শ্বশুরের অসুস্থতা বেড়ে যাওয়ায় দেশ ছাড়েন। কিন্তু যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগে মারা যান শ্বশুর মমতাজ আহমেদ।
মাঠের বাইরে দুঃসময়ের মধ্য দিয়েই আছেন সাকিব। শাশুড়ি, মা ও দুই সন্তান একসঙ্গে অসুস্থ হয়ে পড়ায় দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরেন বাংলাদেশ জাতীয় দলের এই অলরাউন্ডার। পরিবারের বাকিরা সুস্থ হলেও শাশুড়িছিলেন হাসপাতালে ভর্তি। তারপর ১ এপ্রিল মেয়ে আলাইনাকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান সাকিব।
Discussion about this post