২৪ মার্চ-দিনটা সাকিব আল হাসানের ভক্তদের জন্য সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো এক তারিখ। ১৯৮৭ সালের আজকের এই দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন এই তারকা ক্রিকেটার। আজ বৃহস্পতিবার ৩৫ বছরে পা দিলেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।
তার জন্মদিনটা স্মরণীয় হয়ে থাকল আগের দিন দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের আনন্দে। গত বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে জয় তুলে নিয়েছে টাইগাররা। এই এই জয়ে সিরিজটাও জিতে ইতিহাস গড়েছে তামিম ইকবালের দল। এ অবস্থায় সাকিব ফিরছেন দেশে। তার তিন সন্তান, মা আর শাশুড়ি অসুস্থ। হাসপাতালে ভর্তি।
প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সাকিবকে নাও পেতে পারে দল। এ অবস্থায় জন্মদিনটা ভ্রমণেই কাটল। আর সাকিব পেলেন সতীর্থদের শুভেচ্ছা। সতীর্থ মুশফিকুর রহিম তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আমাদের সর্বকালের সেরা সাকিব আল হাসানকে জন্মদিনের শুভকামনা। বছরের পর বছর আমাদের দেশের হয়ে তুমি যা অর্জন করেছ, তা নিয়ে সত্যিই গর্বিত। আমি জানি আরো সফলতা ধরা দিবে। সবসময় চ্যাম্পিয়ন হও।’
মুস্তাফিজুর রহমান ফেসবুক পেজে লিখেছেন, ‘সাকিব আল হাসান, অনুপ্রেরণার আরেক নাম। একজন বড় ভাই। আপনি আমাদের কাছে খুবই বিশেষ। আপনার কাছ থেকে অনেক কিছু শিখছি। আপনি আমার অনুপ্রেরণা। এই বিশেষ দিনে আমি আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। সর্বশক্তিমান আপনাকে সবসময় ভালো রাখুন।’
আরেক সতীর্থ মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘একটি সেরা দলের নেপথ্যে সবসময় একজন সেরা মানুষ আছে। আমি আশা করি আমাদের দলকে আপনি উজ্জীবিত ও উৎসাহিত করে যাবেন। আমাদের সব ক্রিকেটারদের কাছে আপনার এই সফলতা শতবছর ধরে বহমান থাকবে। শুভ জন্মদিন ক্রিকেটের লিজেন্ড সাকিব আল হাসান ভাই। আপনি ও আপনার পরিবার সবসময় ভালো থাকুক।’
সৌম্য সরকার লিখেছেন, ‘শুভ জন্মদিন সাকিব ভাই। আমার ভালোবাসা ও শ্রদ্ধা নিন।’ শরীফুল ইসলাম সাকিবের সঙ্গে ছবি দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘শুভ জন্মদিন সাকিব ভাইয়া।’
Discussion about this post