তার পরিবারের প্রায় সবাই অসুস্থ। হাসপাতালে আছে তিন সন্তান, মা আর শাশুড়ি। ঠিক এ অবস্থায় দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসার কথা শোনা যাচ্ছিল সাকিব আল হাসানের। কিন্তু দলের কথা ভেবে থেকে যান। বুধবারের তৃতীয় ওয়ানডে ম্যাচটি খেলেই দেশে ফিরবেন এই তারকা ক্রিকেটার। সব ঠিক থাকলে বৃহস্পতিবার ধরবেন ঢাকার পথ।
বাংলাদেশে মা, তিন সন্তানসহ সর্বমোট পাঁচজন হাসপাতালে ভর্তি।এ কারণেই টেস্ট সিরিজ না খেলে দেশে ফিরবেন সাকিব। একই দিন সাকিবের সঙ্গে ফিরবেন আরও চার ক্রিকেটার।
ওয়ানডে সিরিজ শেষে মোট পাঁচজন দক্ষিণ আফ্রিকা ছাড়বেন। তারা হলেন- সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ। এরমধ্যে মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারত যাবেন নাকি আগে দেশে ফিরবেন সেটি নিশ্চিত নয়।
সাকিব অবশ্য দেশে ফিরে পরিবারের অবস্থা দেখে দক্ষিণ আফ্রিকায় যেতেও পারেন। ৩১ মার্চ শুরু হতে যাওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাওয়া যাবে না। ৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট শুরুর আগে দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি।
সাকিবের মা শিরিন আক্তার আগেই হার্টের সমস্যায় ভুগছিলেন। তার অবস্থার অবনতি হয়েছে। এ অবস্থায় ভর্তি করা হয়েছেন এভারকেয়ার হাসপাতালে।
অসুস্থ সাকিবের তিন সন্তানকে নেওয়া হয়েছে রাজধানীর এভারকেয়ারেই। নিউমোনিয়ায় আক্রান্ত পুত্র সন্তান আইজাহ আল হাসান ও মেয়ে ইরাম হাসান। বড় মেয়ে আলাইনা হাসান ঠাণ্ডা জ্বরে ভুগছেন। সঙ্গে আরেক দুঃসংবাদ-সাকিবের শাশুড়ি ভুগছেন ক্যান্সারে। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি।
এমনিতে সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রেই থাকেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। কিন্তু গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে এসেছেন তারা। এরমধ্যে মানসিক অবসাদের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাননি সাকিব। কিন্তু বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলে সফরে যান। এমন কী দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে দেশের প্রথম জয়ের নায়ক হয়ে যান তিনি।
একই সঙ্গে সাকিবে শ্বাশুড়ি ক্যান্সারে আক্রান্ত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। এজন্যই ওয়ানডে সিরিজ খেলে দেশের পথ ধরছেন সাকিব।
Discussion about this post