বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনেক পরিকল্পনাই হাতে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণে পাল্টে যায় সব পরিকল্পনা। ২০২০ সালের মার্চে হতে যাওয়া ‘মুজিব হান্ড্রেড কাপ’ নামে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটিও আটকে যায়। এবার জানা গেল এই সিরিজ হচ্ছে না।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘মুজিববর্ষের ফিনিশিংটা আমরা ভালোভাবে করতে চেয়েছিলাম। এর পেছনে আর একটা বড় কারণ হলো, দুটো গান আমরা বঙ্গবন্ধুর নামে করিয়েছি। একটা গান ইতোমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শুনেছেন, যেদিন ভারতের প্রধানমন্ত্রী এসেছিলেন। এর বাইরে একটা বাংলা গানও আছে। লাইভ না হলে তো আসল জিনিসটা পাওয়া যায় না। এখন আমরা সেটাই চাইছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি আসেন, তাহলে এটা দিয়ে আমরা শেষ করতে চাই।’
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের ম্যাচ দুটি হওয়ার কথা ছিল ২০২০ সালের ২১ ও ২২ মার্চ। খেলোয়াড়ের তালিকাও প্রায় চূড়ান্ত করা হয়েছিল। স্বাগতিক বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও আফগানিস্তানের খেলোয়াড়দের নিয়ে এশিয়া একাদশ গঠন করার কথা শোনা গিয়েছিল।
সরকারিভাবে মুজিববর্ষের মেয়াদ ২০২২ সালের ৩১ মার্চ র্পযন্ত বাড়ানো হয়েছে। এই সময়টাতে বিসিবি শুরু থেকেই ঘরোয়া ও আন্তর্জাতিক সকল আয়োজন বঙ্গবন্ধুর নামে করে আসছে। এবারের কনসার্ট সেই আয়োজনের অংশ। এই মাসের ২৯ তারিখে এ আর রহমানের কনসার্ট দিয়ে শেষ হবে উৎসব।
Discussion about this post