জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। বয়সও ৩৭ ছাড়িয়েছে। তারপরও লড়াই চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল।
লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম ৫ উইকেটের দেখা পেলেন তিনি। মঙ্গলবার ব্রাদার্স ইউনিয়নের হয়ে মোহামেডানের বিপক্ষে এই কীর্তি গড়েন ডানহাতি অফস্পিনার।
এই সংস্করণে ২৮ রানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছিলেন আশরাফুল। বিকেএসপিতে স্পিনে বিপাকে পড়ে মোহামেডান। মঙ্গলবার বিকেএসপিতে টস হেরে ব্যাটিং নেমে মোহামেডান ৯ উইকেট হারায় ১৬৭ রানে।
আশরাফুল শুরুটা মোহাম্মদ হাফিজকে দিয়ে। তারপর তুলে নেন রনি তালুকদার, সোহরাওয়ার্দী শুভ ও শুভাগত হোমকে। শেষে ইয়াসির আরাফাত মিশুর উইকেট শিকার করেন। ২৭০তম লিস্ট এ ক্রিকেট ম্যাচ খেলতে নেমে আশরাফুল পেলেন প্রথম ৫ উইকেট। ২৮ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন তিনি। ১০ ওভারে ২ মেডেনে ২৩ রানে নেন ৫ উইকেট।
এদিন টানা ৭ ওভার করে প্রথম স্পেল শেষ করেন আশরাফুল। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে সাতবার ৫ উইকেট পেয়েছেন আশরাফুল।
Discussion about this post