প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হচ্ছে না। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পর এবার নিউজিল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশ দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টাইগ্রেসদের ৯ উইকেটে হারাল নিউজিল্যান্ড।
সোমবার ডানেডিনে বৃষ্টিতে ২৭ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশ তুলে ১৪০ রানে। ফারজানা বিশ্বকাপে দেশের হয়ে প্রথম ফিফটি করেন। কিন্তু এরপর জবাব দিতে নেমে নিউজিল্যান্ড জয় তুলে নেয় ৪২ বল হাতে রেখেই। সুজি বেটস অপরাজিত ছিলেন ৬৮ বলে ৭৯ রানে
চলতি বিশ্বকাপে এটি দুই ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় হার। নিউজিল্যান্ডের প্রথম জয়। মেয়েদের পরের ম্যাচ আগামী সোমবার পাকিস্তানের সঙ্গে, হ্যামিল্টনে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২৭ ওভারে ১৪০/৮ (শামিমা ৩৩, ফারজানা ৫২, নিগার ১১, রুমানা ১, সোবহানা ১৩, রিতু ৪, সালমা ৯, লতা ৯*, জাহানারা ২, নাহিদা ০*; তাহুহু ২-০-১৯-০, জেস কার ৫-১-২৪-০, জেনসেন ৩-০-১৮-১, অ্যামিলিয়া কার ৬-০-২৮-০, ম্যাকাই ৬-০-২৪-১, স্যাটার্থওয়েট ৫-০-২৫-৩)।
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৪৪/১ (ডিভাইন ১৪, বেটস ৭৯*, অ্যামিলিয়া কার ৪৭*; জাহানারা ৩-০-২৫-০, তৃষ্ণা ৩-০-১৭-০, সালমা ৪-০-৩৪-১, নাহিদা ৫-১-৩১-০, রিতু মনি ২-০-১৩-০, রুমানা ২-০-১৪-০, লতা ১-০-৯-০)।
ফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: সুজি বেটস।
Discussion about this post