সাকিব আল হাসান দেশের সর্বকালের সেরা ক্রিকেটার। তার বায়োপিকে অভিনয়ের ইচ্ছে তো অনেকেরই থাকবে। সময়ের আলোচিত নায়িকা পরিমণি। তিনিও জানালেন মনের খবর। অভিনয় করতে চান বিশ্বসেরা অলরাউন্ডারের সিনেমাতে।
‘মুখোশ’ -নামে নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন পরিমণি। এই সিনেমা শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তারই প্রচারনায় বৃহস্পতিবার মিরপুরে বাংলাদেশ-আফগানিস্তানের টি-টুয়েন্টি ম্যাচ দেখতে হাজির তিনি। সেখানে গিয়ে ঢু মারলেন হোম অব ক্রিকেটের প্রেসবক্সেও। জানালেন তার প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান।
সুযোগ পেলে সাকিবের বায়োপিক বা জীবনী নিয়ে নির্মিত কোন ছবিতে অভিনয় করতে চান। পরিমণি সাফ জানালেন, ‘দেখুন, সিনেমা আগে বানাক, কেউ যদি আমাকে নক করেম, তাহলে অবশ্যই করব।’ সাকিবের সঙ্গে কাজ করতে চান বিজ্ঞাপনেও, ‘ইচ্ছে থাকলে তাও আসলে হবে না, ব্যাটে বলে মিলতে হবে খেলার মতো।’
একইসঙ্গে ক্রিকেটপ্রেম আছে কীনা এটা নিয়ে পরিমণি বলেন, ‘আমি ফুটবল লাভার। ক্রিকেট নিয়ে এতো ধ্যান ধারণা নাই। আমাদের বাসার লোকজন খুবই ক্রিকেট পাগল। তবে হয় না, বাসার লোকজন কেউ একটু আলাদা থাকে। তাই বলে যে আমি ক্রিকেট পছন্দ করি না তা না, কিন্তু আয়োজন করে খেলাটা দেখা হয় না।’
এদিনই প্রথম মাঠে এলেন পরিমণি। আলোচিত এই নায়িকা বলেন ‘আমি আসলে জীবনে প্রথমবার মাঠে আসলাম। কাল যখন রাতে শুনলাম আমি মাঠে যাবে, মানুষের ঈদে যেমন খুশি লাগে আমার তেমন খুশি লাগছিল। আমি মাঠে আসব তো অনেক এক্সসাইটেড ফিল হচ্ছিল।’
মিডিয়ারও আলো কেড়ে নেন তিনি। অনেকের সেলফির আবদারও মেটান পরিমণি!
Discussion about this post