করোনা সংক্রমণ কিছুটা হলেও কমতে শুরু করেছে। তার পথ ধরেই গ্যালারিতে দর্শক ফেরানোর কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানিস্তানের বিপক্ষে সিরিজেই দেখা যাবে দর্শক। করোনার বিধিনিষেধ উঠে যাওয়ায় দর্শক প্রবেশের সুযোগ পাবেন দর্শকরা। যদিও সীমিত সংখ্যক দর্শক পাবেন এই সুযোগ।
রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ (টিটু) গণমাধ্যমে বলেন, ‘দেখুন, বিপিএলে যেমন সরকারি নির্দেশনা অনুযায়ী ৪ হাজার দর্শক প্রবেশের সুযোগ দেওয়া হয়। তবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে আমরা চাইছি দর্শক থাকুক। সেটা ৫০ ভাগ। চট্টগ্রামে কমপক্ষে ৩ থেকে ৪ হাজার ও ঢাকায় ৫ হাজার দর্শক মাঠে প্রবেশের সুযোগ পেতে পারেন। তারপরও সরকারের কাছে থেকে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি আনার চেষ্টা করছি।’
তানভীর আহমেদ আরও বলেন, ‘খেলোয়াড় ও স্টাফরা কঠোর বায়ো বাবলের মধ্যে থাকেন। আপনারা জানেন অনেক সময় ছক্কা হলে নিচের গ্যালারিতে গিয়ে পরে। সেখানে যদি দর্শক থাকে এবং তারা যদি বল কুড়িয়ে মাঠে ফেরত পাঠায় তাহলে বায়ো বাবল ভেঙে যেতে পারে। তাই বিপিএলের মতো বাংলাদেশ-আফগানিস্তান সিরিজেও নিচের গ্যালারিতে দর্শক বসার সুযোগ পাবেন না। সেটা ৩ কিংবা ৪ হাজার দর্শকের জন্য যেমন প্রযোজ্য, তেমনি ৫০ শতাংশ দর্শক প্রবেশের সুযোগ পেলে সেক্ষেত্রে প্রযোজ্য হবে।’
চট্টগ্রামে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী ২৩ ফেব্রুয়ারি। সিরিজের বাকি দুই ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। তারপরই ঢাকায় ৩ মার্চ হবে প্রথম টি-টুয়েন্টি। দ্বিতীয় ও শেষটি হবে আগামী ৫ মার্চ।
আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে সিরিজের তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।
Discussion about this post