প্রথম বিপিএল ট্রফির কাছে গিয়েও পেলো না বরিশাল। তাদের স্বপ্ন ভেঙে কুমিল্লা জিতল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রেকর্ড তৃতীয় শিরোপা। ব্যাটিং করে ১৫২ রানের লক্ষ্য দেয় ইমরুল কায়েসের কুমিল্লা। রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৫০ রানে থামে বরিশাল।
করোনা কালের এই বিপিএলে সর্বোচ্চ রান তুলেছেন উইল জ্যাকস। চট্টগ্রামের এই ক্রিকেটার করেছেন ৪১৪ রান।বেল হাতে সেরা কুমিল্লার মুস্তাফিজুর রহমান। তিনি নিয়েছেন ১৯ উইকেট।
বিপিএলের সেরা ৫ ব্যাটসম্যান
ব্যাটসম্যান দল রান সেরা
উইল জ্যাকস চট্টগ্রাম ৪১৪ ৯২*
আন্দ্রে ফ্লেচার খুলনা ৪১০ ১০১*
তামিম ইকবাল ঢাকা ৪০৭ ১১১*
কলিন ইনগ্রাম সিলেট ৩৩৩ ৯০
ফাফ ডু প্লেসি কুমিল্লা ২৯৫ ১০১
বিপিএলের সেরা ৫ বোলার
বোলার দল উইকেট সেরা
মুস্তাফিজুর রহমান কুমিল্লা ১৯ ৫/২৭
ডোয়াইন ব্রাভো বরিশাল ১৮ ৩/৩০
সাকিব আল হাসান বরিশাল ১৬ ৩/২৩
তানভীর ইসলাম কুমিল্লা ১৬ ২/১৯
মৃত্যুঞ্জয় চৌধুরী চট্টগ্রাম ১৫ ৪/১২
Discussion about this post