তার পরিচয়টা কেউ বলেন আকরাম খানের ছোট ভাই। আবার কারও কাছে তিনি তামিম ইকবাল আর নাফিক ইকবালের চাচা। আড়ালে থাকা সেই মানুষটি আর নেই। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খানের ছোট ভাই আকবর খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
গত বুধবার দিবাগত রাত ৩টায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে আকবরের বয়স হয়েছিল ৪৫ বছর।
তিনি জন্ম নিয়েছেন চট্টগ্রামের বিখ্যাত ক্রীড়া পরিবার কাজীর দেউড়ির খান পরিবার। যেখানে পরিবারের প্রায় সবাই জড়িয়ে আছেন খেলার সঙ্গে। আকবর খানও খেলতেন ক্রিকেট। নিয়মিত চট্টগ্রাম লিগে দেখা যেতো তাকে। আবার ভাতিজাদের সঙ্গে নিয়েও চলতো চর্চা। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম তো বৃহস্পতিবার জানালেন, তার প্রথম ক্রিকেট কোচ ছিলেন চাচা আকবর খান। তার কাছ থেকেই পেয়েছিলেন প্রথম ক্রিকেট পাঠ।
চাচার মৃত্যুর খবর দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম লিখেছেন, ‘আমার ছোট চাচা আকবর খান আজ ভোরে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উনি নিজেও একসময় ক্রিকেটার ছিলেন। অনেকেই হয়তো জানেন না, আমার প্রথম ক্রিকেট কোচ ছিলেন তিনিই। ক্রিকেটের মৌলিক শিক্ষার অনেকটুকুই আমি পেয়েছিলাম তাঁর কাছ থেকে। ক্রিকেট বলে আমার প্রথম ম্যাচটিও খেলেছিলাম তাঁর তত্ত্বাবধানে। ক্রিকেটের পথে আজ যতদূর আসতে পেরেছি, উনি যত্ন করে ভিত গড়ে দিয়েছিলেন বলেই।
মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতবাসী করুন। আমার চাচা ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’
Discussion about this post