সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু দেশ ছাড়ার আগে দুঃসংবাদ! বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডের পথে দেশ ছাড়ার আগে বৃহস্পতিবার করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হলেন দলটির তিন সদস্য। একজন ক্রিকেটার ও দুই সাপোর্ট স্টাফ।
তবে আক্রান্ত হলেন তাদের বিশ্বকাপ মিশন শেষ হয়ে যাচ্ছে না। ৮ দিন আইসোলেশনে থাকতে হবে। এরপর নেগেটিভ হলেই উড়তে পারবেন নিউজিল্যান্ডের পথে। তেমনটাই জানালেন, বিসিবির নারী বিভাগের অপারেশন্স ম্যানেজার তৌহিদ মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দেশ ছাড়বেন সালমা খাতুন-জাহানারা আলমরা। এ অবস্থায় এদিন সকালেই জানা গেল-দলের একজন খেলোয়াড়, একজন ট্রেনার, আরেকজন কোচিংস্টাফের সদস্য করোনা আক্রান্ত।
বিসিবি পরিচালক উইমেন্স উইং চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী নাদেল গণমাধ্যমে বলেন, ‘বাস্তবতা এখন এমন যে, করোনা হতেই পারে। এটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। আমাদের দলের একজন খেলোয়াড়সহ তিনজন আক্রান্ত হয়েছে। তারা ৮ দিন পর টেস্টে নেগেটিভ হলে নিউজিল্যান্ড যেতে পারবে।’
প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা পাওয়া দলটি প্রথমে ছিল ১৬ সদস্যের। এরপর নুজহাত তাসনিয়াকে যোগ করে স্কোয়াড বড় করা হয়। নিউজিল্যান্ড গিয়ে দশ দিনের হোটেল কোয়ারেন্টাইন করে মাঠের অনুশীলনে নামবে বাংলাদেশ।
নারীদের ওয়ানডে বিশ্বকাপ শুরু ৪ মার্চ। ৫ মার্চ প্রথম ম্যাচেই টাইগ্রেসদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।১৪ মার্চ লড়াই পাকিস্তানের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজ, ভারত নারী দলের সঙ্গে লড়াই যথাক্রমে ১৮ ও ২২ মার্চ। অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে ম্যাচ ২৫ মার্চ। টুর্নামেন্টের ফাইনাল ৩ এপ্রিল।
Discussion about this post