ব্যাটে-বলে আরও একটা ম্যাচে দুর্দান্ত পারফরম। তার পথ ধরে ফের অনায়াস জয়। স্কটল্যান্ডকে হারিয়ে টানা তিন জয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল মূল লড়াইয়ের আরও কাছে। কমনওয়েলথ গেমস মেয়েদের ক্রিকেট বাছাইয়ে স্কটিশদের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা জিতল ৯ উইকেটে। এবার টাইগ্রেসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে স্কটিশ মেয়েদের মাত্র ৭৭ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। এরপর মুর্শিদা খাতুনের ফিফটিতে ২৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশের মেয়েরা।
৫ দলের বাছাইপর্ব থেকে মাত্র একটি দল সুযোগ পাবে গেমসের মূল পর্বে। যেখানে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কাও টানা তিন ম্যাচে জয় পেয়েছে। সোমবার এ দুই দলের লড়াইয়ে বিজয়ী দল খেলবে আগামী জুলাই-আগস্টে বার্মিংহামে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসে।
এই পথেই দল। রোববার ওপেনার মুর্শিদা অপরাজিত ছিলেন ৫৫ বলে ৫০ রানে। এটি প্রথম টি-টোয়েন্টি ফিফটি। এই ইনিংস খেলে তিনিই ম্যাচসেরা।
সংক্ষিপ্ত স্কোর-
স্কটল্যান্ড: ১৭.৩ ওভারে ৭৭/১০ ( সারাহ ব্রাইস ২৯, ম্যাকগিল ২২; সালমা ৩-০-৯-২, সুরাইয়া ৩-১-১২-২, নাহিদা ৩-০-২০-৩, রুমানা ১-০-১৫-০, রিতু ৪-১-১০-১, মেঘলা ৩.৩-০-১১-২)।
বাংলাদেশ: ১৫.২ ওভারে ৭৮/১ (শামিমা ০, মুর্শিদা ৫০*, ফারজানা ২০*; ক্যাথরিন ব্রাইস ৪-১-১২-১, ম্যাকগিল ২-০-৮-০)।
ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী জয়ী।
ম্যাচসেরা: মুর্শিদা খাতুন।
Discussion about this post