দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো ছাড়া যেন উপায়ই ছিল না! ঠিক সময়ে নিজেদের সেরাটা দিয়ে জ্বলে উঠল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সংযুক্ত আরব আমিরাতকে অনায়াসে হারিয়ে যুব বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠল জুনিয়র টাইগাররা।
শনিবার রকিবুল হাসানের দল গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে জিতল ৯ উইকেটে। ম্যাচে শুরুতে ব্যাটিংয়ে নেমে আমিরাত ১৪৮ রানে তুলে অলআউট হয়। বৃষ্টির কারণে ৩৫ ওভারে ১০৭ রানের নতুন লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশ দলের। আর তা ৬১ বল হাতে রেখেই তুলে নেয় বাংলাদেশ।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ৬৯ বলে ৬৪ রানের দারুণ ইনিংস খেলে জয়ের নায়ক মাহফিজুল ইসলাম। ইংল্যান্ডের বিপক্ষে হেরে শিরোপা ধরে রাখার মিশনে টানা দুই জয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হল বাংলাদেশ। তিন ম্যাচের প্রতিটি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
এবার সেমি-ফাইনালে ওঠার লড়াই। যেখানে বাংলাদেশ লড়বে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে। সংগতভাবেই লড়াইটা বেশ কঠিনই হচ্ছে জুনিয়র টাইগারদের। সেমি-ফাইনালে যাওয়ার মিশনে শনিবার গত আসরের রানার্সআপ ভারতের সঙ্গে লড়বে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ দল।
সংক্ষিপ্ত স্কোর-
সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল: ৪৮.১ ওভারে ১৪৮ (সতিশ ২, স্মিথ ২, পারাশার ৩৩, আলিশান ২৩, মেহরা ৪৩, আয়ান ১১; আশিকুর ৮-২-১৪-২, তানজিম ১০-২-৩২-২, রকিবুল ১০-০-৩৭-১, রিপন ৯.১-০-৩১-৩, মেহরব ৮-০-২৬-০, আরিফুল ৩-০-৭-১)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: (৩৫ ওভারে লক্ষ্য ১০৭) ২৪.৫ ওভারে ১১০/১ (মাহফিজুল ৬৪*, ইফতিখার ৩৭, নাবিল ৫)
ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।
শেষ আটের লাইনআপ
বাংলাদেশ-ভারত
ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
শ্রীলঙ্কা-আফগানিস্তান
পাকিস্তান-অস্ট্রেলিয়া
Discussion about this post