দুর্দান্ত শুরু। ঠিক তাই, একেবারে অনায়াসে জয়ে কমনওয়েলথ গেমসের বাছাইপর্ব শুরু হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। রুমানা আহমেদ ও সুরাইয়া আজমিনদের বোলিং তোপে অল্প রানেই অলআউট হয় মালয়েশিয়া। এরপর হেসে-খেলে সেই লক্ষ্য পূরণ করে নিগার সুলতানার দল।
মঙ্গলবার কুয়ালালামপুরে মালয়েশিয়াকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। মাত্র ৫০ রানের লক্ষ্য ৭২ বল বাকি থাকতেই করে ফেলে সফরকারীরা।
কিনরারা একাডেমি ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে উইকেটে আসা-যাওয়ার দায়টুকু যেন সারেন মালয়েশিয়ান ব্যাটাররা। অবশ্য ২০ ওভার খেললেও দুই অঙ্কে যেতে পারেন মাত্র দুইজন। সর্বোচ্চ ১২ রান করেন অধিনায়ক দুরাইসিংগামের। দুটি করে উইকেট নিয়েছেন সুয়াইয়া ও রুমানা। ৪ ওভার বোলিং করে মাত্র ৪ রান দিয়ে ম্যাচসেরা হন রুমানা। একটি করে উইকেট পেয়েছেন সালমা খাতুন, নাহিদা আক্তার ও রিতু মনি।
এরপর জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতেই শামিমা সুলতানা ও মুর্শিদা খাতুন ঝড় তুলেন। ১৯ বলে ২৮ রান ককরে ফেরেন শামিমা। মুর্শিদা ১৬ বলে ১৪। তারপর নিগার ও ফারজানা হক দলকে নিয়ে যান জয়ের বন্দরে। মাত্র ৭ রান করেই বাংলাদেশের হয়ে ইতিহাস গড়েন ফারজানা। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ক্রিকেটের এই ফরম্যাটে তিনি ছুঁয়ে ফেলেছেন হাজার রান।
এদিকে বাছাই পর্বে বুধবার কেনিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। পাঁচ দলের বাছাইপর্ব থেকে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটি খেলবে জুলাই-আগস্টে কমনওয়েলথ গেমসের মূল পর্বে।
Discussion about this post