তাকে রেখে দিতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ ওটিস গিবসনের পারফরম্যান্স বেশ ভাল। কিন্তু তিনি নিজেই জানালেন, বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে আর থাকছেন না। সেই ২০২০ সালের জানুয়ারিতে যোগ দিয়েছিলেন তিনি। সদ্য শেষ বাংলাদেশের নিউজিল্যান্ড সফর দিয়ে চুক্তির মেয়াদ শেষ তার।
বাংলাদেশের চাকরি ছেড়ে পাকিস্তান সুপার লিগে যোগ দিয়েছেন গিবসন। ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তিকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিএসএলের দল মুলতান সুলতানস।
মুলতান সুলতানস এক টুইট বার্তায় জানিয়, ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ী কোচ, দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ, ইংল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে সফল সময় কাটানো ওটিস গিবসন আমাদের সহকারী ও পেস বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন।’
গিবসন দ্বায়িত্ব ছাড়ায় কোচ খুঁজতে হচ্ছে বিসিবিকে। কাজ শুরুর পর থেকেই বাংলাদেশের পেস বোলিং নিয়ে সফলই ছিলেন গিবসন। পেসারদের তৈরিতে ভাল ভূমিকা ছিল তার। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন চৌধুরি ছাড়াও হাসান মাহমুদ, শরিফুল ইসলামের নিয়ে কাজ করে সফলই হয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৯৯৫ থেকে ১৯৯৯ অব্দি ২টি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেছেন গিবসন। প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেট খেলেছেন ১৭ বছর। ২০০৭ সালে অবসরের পর থেকে যুক্ত রয়েছেন কোচিংয়ে।
Discussion about this post