একেই বলে অম্ল-মধুর অভিজ্ঞতা। এবার নিউজিল্যান্ড সফরে গিয়ে দুটোই পেয়েছে বাংলাদেশ দল। দেখেছে ঐতিহাসিক জয়। আবার ইনিংস ব্যবধানেও হেরেছে দল। সব মিলিয়ে মন্দ হয়নি এবারের নিউজিল্যান্ড সফর। হাসিমুখেই ফিরতে পারছেন মুমিনুল হকরা। নিউজিল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজে খেলা ৩২ ম্যাচ পর প্রথমবার জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ টেস্ট দল। শেষ ম্যাচ হারলেও বড় অর্জন দেখছেন বাংলাদেশ অধিনায়ক।
দ্বিতীয় টেস্টে ইনিংস আর ১১৭ রানে হারের পরও মুমিনুল বলেনন, ‘অবশ্যই এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। গত দুই বছর আপনি জানেন আমরা দেশের বাইরে খুব বেশি ম্যাচ খেলিনি। এটা আমাদের জন্য অনেক বড় কিছু। কারণ আগে যেমনটা বলেছি, অন্তত একটা ম্যাচ আমরা এখানে জিততে চাই।’
মুমিনুল হক আরও বলছিলেন, ‘এখন আমাদের জন্য চ্যালেঞ্জ আরও বাড়লো। সবাই আমাদের নিয়ে দেশের বাইরে খানিক সতর্ক থাকবে পরবর্তী সিরিজগুলোতে। আমাদের এই চ্যালেঞ্জটা নিতে হবে এবং মোমেন্টাম ধরে রাখতে হবে।’
মঙ্গলবার ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিন ম্যাচ হারের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক মুমিনুল আরও বললেন, ‘এখন আমাদের জন্য চ্যালেঞ্জ আরো বাড়ল। সবাই আমাদের নিয়ে দেশের বাইরে একটু হলেও সতর্ক থাকবে পরবর্তী সিরিজগুলোতে। আমাদের এই চ্যালেঞ্জটা নিতে হবে এবং মোমেন্টাম ধরে রাখতে হবে।’
বাংলাদেশ বিদেশের মাটিতে খেলেছে ৬২ টেস্ট। এরমধ্যে শ্রীলঙ্কায় একবার, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েতে দুটি করে ম্যাচ জিতেছে।এবার যোগ হয়েছে নিউজিল্যান্ড। সব মিলিয়ে ১২৮ টেস্ট খেলে জয় ১৬টিতে। ড্র ১৭টিতে আর ৯৫টিতে হার দেখেছে বাংলাদেশ।
Discussion about this post