সময় ফুরিয়ে যাচ্ছে দ্রুত। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর শুরু হবে আসছে বছরের ২১ জানুয়ারি। দেশের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সবচেয়ে বড় আসরের প্লেয়ার্স ড্রাফট হবে সোমবার। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলবে নিলাম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন রোববার বলেন, ‘আমরা যেটা পরিকল্পনা করেছি ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে বিপিএলে আয়োজনের চেষ্টা করছি। এভাবেই আমাদের প্রোগ্রাম করা হয়েছে। সোমবার এই ইভেন্টের প্লেয়ার্স ড্রাফট ঢাকার একটি হোটেলে হবে। বেলা ১২টার সময় শুরু হবে। এভাবেই আমাদের পরিকল্পনা রয়েছে।’
জানা গেছে মোট ৪২৫ ক্রিকেটার থাকবেন ড্রাফটে। লড়বে ৬টি দল। ড্রাফটের আগে দলগুলো একজন দেশি খেলোয়াড়কে সরাসরি নিতে পারবে। প্রতি দলকে কমপক্ষে ১০ জন স্থানীয় খেলোয়াড় নিতে হবে। সর্বোচ্চ ১৪ জন নেওয়া যাবে। ড্রাফটের আগে তিনজন বিদেশি খেলোয়াড় দলে নেওয়া যাবে। দলে থাকতে পারবে সর্বনিম্ন ৩ জন এবং সর্বোচ্চ ৮ জন বিদেশি খেলোয়াড়।
প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘এই মুহূর্তে আমি নামগুলো বলতে পারছি না। কারণ এখনো সময় রয়েছে। আজকের মধ্যে আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলো কাদের রিটেইন করেছে এবং কারা ড্রাফটে থাকবে, এই বিষয়ে একটি পরিষ্কার ধারণা পাব। যে দলগুলো অংশ নিচ্ছে আমরা এটা তাদের কাছে পাঠিয়ে দেব।’
৫টি গ্রেডে দেশি ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে এবারের ড্রাফট হবে। কোন গ্রেডে কে থাকছেন সেই তালিকা প্রকাশও হয়েছে। নিজামউদ্দিন বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটার রয়েছে ৪০০ (৪২৫) এর উপরে। বিভিন্ন দেশের ক্রিকেটাররা রেজিস্ট্রেশন করেছে। তারা অনলাইন রেজিস্ট্রেশন করেছে।’
Discussion about this post