আরেকটি প্রত্যাশিত বড় জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। এবার সেঞ্চুরি করলেন মাহফিজুল ইসলাম। পাশাপাশি মেহরব হাসানের দাপুটে ব্যাটিং। সব মিলিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পেয়ে যায় বিশাল পুঁজি। তারপর বোলারদের সাফল্য। তার পথ ধরে কুয়েত অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছে রকিবুল হাসানের দল।
টানা দুই জয়ে সেমিফাইনালে উঠার পথটা প্রস্বস্ত হলো জুনিয়র টাইগারদের। দলও যুব এশিয়া কাপের সেমি-ফাইনালে এক পা দিয়েছে। শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ জিতল ২২২ রানে। শুরুতে বাংলাদেশ তুলে ২৯২ রান। এরপর ৬৯ রানে অলআউট কুয়েত।
যুবা দলের ওপেনার মাহফিজুল ১১৯ বলে করেন ১১২ রান। ১২ চার ও ৪ ছক্কা ছিল ইনিংসে। ২৪ বলে ৪২ রান তুলেন মেহরব। এরপর বোলিংয়ে ৮ ওভারে স্রেফ ১০ রানে ৩ উইকেট শিকার করেন রিপন মন্ডল।
আগের দিন ‘বি’ গ্রুপের ম্যাচে নেপালের বিপক্ষে ১৫৪ রানে জিতেছিল বাংলাদেশ। যেখানে ১২ বলে অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলেছিলেন প্রান্তিক নওরোজ নাবিল।
মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে লড়বে রকিবুল হাসানের দল।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৯.২ ওভারে ২৯১/১০ (মাহফিজুল ১১২, ইফতেখার ২, আইচ ২০, আরিফুল ২৩, তাহজিবুল ২৫, মেহরব, ৪২, নাবিল ৫, নাইমুর ১০, রকিবুল ২১, মুশফিক ১৩*, রিপন ৮; মির্জা ৬-১-২৯-১, জিশান ৬-২-২১-০, হাবিয়ের ৩-০-২৯-০, ফারুক ৭-১-৩৩-১, উমর ৭-০-৪৫-২, জহির ৩-০-২০-০, সাদিক ৮.২-০-৪-৩, থমাস ৭-০-৪৮-৩, বাসতাকি ২-০-২৪-১)
কুয়েত অনূর্ধ্ব-১৯ দল: ২৫.৩ ওভারে ৬৯/১০ (ভাবসার ৪৩, সালদানহা ২, সাদিক ১, উমর ০, জহির ২, বাসতাকি ১, ফারুক ০, থমাস ১, মির্জা ১১, জিশান ০, হাবিয়ের ০; মুশফিক ৭-০-১৯-১, রিপন ৮-৩-১০-৩, নাইমুর ৪-১-১৫-১, মেহরব ৫-১-১৪-২, রকিবুল ১.৩-০-১১-২)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২২২ রানে জয়ী
ম্যাচসেরা: মাহফিজুল ইসলাম।
Discussion about this post