গঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটি। গত শুক্রবার সন্ধ্যায় স্ট্যান্ডিং কমিটি ঘোষণা করল বিসিবি।
পাঁচ কমিটিতে নতুন মুখ হিসেবে এসেছেন প্রথমবারের মতো বিসিবির পরিচালক হওয়া পাঁচজন। সঙ্গে এসেছে কয়েকটি পদে পরিবর্তন।
চলুন দেখে নেই বিসিবির স্ট্যান্ডিং কমিটি
ওয়ার্কিং কমিটি: এনায়েত হোসেন সিরাজ-চেয়ারম্যান
মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটি: তানভীর আহমেদ টিটু-চেয়ারম্যান, জালাল ইউনুস-ভাইস চেয়ারম্যান
গেম ডেভেলপমেন্ট কমিটি: খালেদ মাহমুদ সুজন-চেয়ারম্যান, ফাহিম সিনহা-ভাইস চেয়ারম্যান
হাই পারফরম্যান্স: নাঈমুর রহমান দুর্জয়-চেয়ারম্যান, আকরাম খান- ভাইস চেয়ারম্যান
টুর্নামেন্ট কমিটি: আহমেদ সাজ্জাদুল আলম ববি-চেয়ারম্যান, খালেদ মাহমুদ সুজন-ভাইস চেয়ারম্যান
গ্রাউন্ডস কমিটি- মাহবুব আনাম-চেয়ারম্যান, শফিউল আলম স্বপন চৌধুরী-ভাইস চেয়ারম্যান
ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটি: আকরাম খান-চেয়ারম্যান, নাঈমুর রহমান দুর্জয়-ভাইস চেয়ারম্যান
ফিজিক্যালি চ্যালেঞ্জড: আকরাম খান-চেয়ারম্যান, আলমগীর খান-ভাইস চেয়ারম্যান
ক্রিকেট অপারেশন্স কমিটি: জালাল ইউনুস-চেয়ারম্যান, খালেদ মাহমুদ সুজন-ভাইস চেয়ারম্যান
বয়সভিত্তিক গ্রুপ টুর্নামেন্ট কমিটি: ওবায়েদ নিজাম-চেয়ারম্যান, তানভীর আহমেদ টিটু-ভাইস চেয়ারম্যান
আম্পায়ার্স কমিটি: ইফতেখার রহমান মিঠু-চেয়ারম্যান, নাজিব আহমেদ-ভাইস চেয়ারম্যান
সিসিডিএম: মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী-চেয়ারম্যান
মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটি: শেখ সোহেল-চেয়ারম্যান, ইসমাইল হায়দার মল্লিক-ভাইস চেয়ারম্যান
বিপিএল গভর্নিং কাউন্সিল: শেখ সোহেল-চেয়ারম্যান, ইসমাইল হায়দার মল্লিক-সদস্য সচিব
বাংলা টাইগার্স: কাজী ইনাম আহমেদ-চেয়ারম্যান, ওবায়েদ নিজাম-ভাইস চেয়ারম্যান
লজিস্টিক প্রোটকল কমিটি: ফাহিম সিনহা-চেয়ারম্যান, মানজুর আলম-ভাইস চেয়ারম্যান
উইমেন্স উইং: শফিউল আলম চৌধুরী নাদেল-চেয়ারম্যান, নাজিব আহমেদ-ভাইস চেয়ারম্যান
অডিট কমিটি: গাজী গোলাম মোর্তজা-চেয়ারম্যান, ইফতেখার রহমান-ভাইস চেয়ারম্যান
টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি: অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম-চেয়ারম্যান, শফিউল আলম স্বপন চৌধুরী-ভাইস চেয়ারম্যান
মেডিকেল কমিটি: মানজুর আলম-চেয়ারম্যান, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম-ভাইস চেয়ারম্যান
সিকিউরিটি কমিটি: মানজুর কাদের-চেয়ারম্যান, নাজিব আহমেদ-ভাইস চেয়ারম্যান
ফিন্যান্স কমিটি: ইসমাইল হায়দার মল্লিক-চেয়ারম্যান, আলমগীর খান-ভাইস চেয়ারম্যান
ডিসিপ্লিনারি কমিটি: আ জ ম নাসির উদ্দিন-চেয়ারম্যান, শেখ সোহেল-ভাইস চেয়ারম্যান
Discussion about this post