জাতীয় দল থেকে আগেই ছিটকে গেছেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে লড়ে যাচ্ছেন নাঈম ইসলাম। রোববার মার্শাল আইয়ুব ও মাহিদুল ইসলামের সঙ্গে জুটিতে বিসিবি দক্ষিণাঞ্চলের বিপক্ষে শতক পেলেন বিসিবি উত্তরাঞ্চলের এই ব্যাটসম্যান। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রথম দিনের খেলা শেষে এদিন উত্তরাঞ্চল ৪ উইকেটে তুলেছে ২৪৬ রান।
এটি প্রথম শ্রেণির ক্রিকেটে ২৮তম সেঞ্চুরি নাঈমের। ২৫১ বলে সেঞ্চুরি তুলেন তিনি। তার ইনিংসে চারের মার ছিল ১০টি ও ছয় ১টি।
রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৪১ বলে ফিফটি করেন নাঈম। তার সঙ্গে মাহিদুলের জুটি ফিফটি হয় ১০৮ বলে। নাঈম ২৫১ বলে করেন শতক। মাহিদুল করেন ক্যারিয়ার সেরা ৯২।
এর আগে নাঈম সবশেষ সেঞ্চুরি করেন ২০১৯ সালের ১৯ অক্টোবরে। জাতীয় লিগে ঢাকা বিভাগের বিপক্ষে। জাতীয় লিগ ও বিসিএলের প্রথম রাউন্ডে ভাল খেলতে পারেন নি।
সংক্ষিপ্ত স্কোর-
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৯২ ওভারে ২৪৬/৪ (তানজিদ ০, পারভেজ ০, জুনায়েদ ১৫, নাঈম ১২৬*, মার্শাল ৪৭, মাহিদুল ৫৩*; নাহিদুল ১৭-৬-৩১-২, সুমন ১৫-১-৪৩-০, নাসুম ২৪-১-৭২-১, মেহেদি রানা ১৩-৩-৪০-০, ফরহাদ ৬-১-৮-০, মেহেদি ১৭-৪-৪৭-১)।
Discussion about this post