নিউজিল্যান্ড সফরের আকাশে কালো মেঘ! করোনার এই সময়ে খেলাটা চালিয়ে যাওয়াটাও অবশ্য সহজ নয়। অদৃশ্য এই ভাইরাস বারবারই থামিয়ে দিচ্ছে যাপিত জীবন। কিউইদের দেশে সফরে গিয়ে বিপাকে এখন বাংলাদেশ ক্রিকেট দল। দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের করোনা আক্রান্ত হতেই যতো ঝামেলার শুরু। এখন এমনও শোনা যাচ্ছে-বাতিল হতেও পারে এই সিরিজ। এ অবস্থায় দ্রুত মাঠে ফিরতে চায় দল-জানালেন, পেসার শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় শরিফুল জানালেন সবাই ভাল আছে। তরুণ এই পেসার বলেন, ‘আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের দুইটা গ্রুপ করে দিয়েছে। তো আমরা প্রতিদিনই সময় করে নিচে এসে দুই-তিনবার দেখা করতে পারি। সামাজিক দূরত্ব মেনে কথা বলতে পারি। তখন ভালো লাগে একজন আরেকজনের চেহারা দেখলে। তো এবার ভালোকিছু আশার জন্য প্রত্যাশা করছি সবাই, ইনশাআল্লাহ এবার করে দেখাব ইনশাআল্লাহ।’
৮ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরের উদ্দেশে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। এবার বিসিবির বিশেষ সুপারিশে ৭ দিনে নিয়ে কোয়ারেন্টাইনের অনুমতি দেয় নিউজিল্যান্ড স্বাস্থ্য বিভাগ। কিন্তু বিমানে একজন করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে থাকায় টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেটারসহ ৯ জনকে ১০ দিনের কোয়ারেন্টাইনে দেওয়া হয়।
এ অবস্থায় শরিফুল বলেন, ‘আলহামদুলিল্লাহ্ আমাদের অনেক ভালো লাগছে। আজ আমাদের একটি কোভিড টেস্ট নিয়েছে। এটা যদি আমাদের নেগেটিভ আসে তাহলে আগামীকালের পরের দিন (পরশু) আমরা অনুশীলনে যাব। এটা নিয়ে সবার মধ্যেই রোমাঞ্চ কাজ করছে। আমরা অনেকদিন ধরে কাজ করছি না, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন সবার রেজাল্ট নেগেটিভ আসে।’
নেগটিভ হলে দ্রুত মাঠে ফিরতে পারবেন ক্রিকেটাররা। শরিফুল বলেন, ‘এটা নিয়ে সবার মধ্যেই রোমাঞ্চ কাজ করছে। আমরা অনেকদিন ধরে কাজ (অনুশীলন) করছি না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন সবার রেজাল্ট নেগেটিভ আসে।’
সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের প্রথম দিন মাউন্ট মঙ্গানুইতে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
Discussion about this post