বছরটা স্বপ্নের মতো হতে যাচ্ছিল তাদের। দুর্দান্ত খেলে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠে এসেছিল তারা। কিনউত এরপরই ছিটকে যায় ২০ ওভারের বিশ্ব যুদ্ধ থেকে। অবশ্য এরপর বাংলাদেশ সফরে এসে জয়ের ছন্দে ফেরে পাকিস্তান ক্রিকেট দল। সব মিলিয়ে বছর শেষে নতুন এক উচ্চতায় বাবর আজমের দল।
টি-টুয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি জিতেই নতুন এক উচ্চতায় তারা। পরিসংখ্যান জানাচ্ছে টি-টুয়েন্টিতে এ বছর এটি তাদের ১৮তম জয়। এক বছরে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডে নিজেদেরই ছাড়িয়ে গেছে তারা। ২০১৮ সালে ১৭ ম্যাচ জিতেছিল দলটি।
মজার ব্যাপার হলো এই বছর ১৬টি ম্যাচ জিতে রেকর্ডে আছে উগান্ডা! অবশ্য এই দলটি জিতেছে ঘানা, সিশেলস, নাইজেরিয়া, লেসোথো, সোয়াজিল্যান্ড, রুয়ান্ডা, তাঞ্জানিয়ার মতো অখ্যাত ক্রিকেট দলের বিপক্ষে।
এদিকে ২০২১ সালে ২৭টি টি-টোয়েন্টি খেলে রেকর্ড গড়ে বাংলাদেশ দল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে রেকর্ডে ভাগ বসালপাকিস্তান। সামনের ম্যাচেই রেকর্ডটা নিজেদের করে নেবে বাবর আজমের দল।
Discussion about this post