চার দলের টি-টুয়েন্টি লড়াইয়ের প্রথম ম্যাচে রোববার জিতল উনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) এবং মোহামেডান। সিলেট স্টেডিয়ামে শেষ বলে জয়ের দেখা পেল ইউসিবিএল। আবাহনীর বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে যাত্রা শুরু হল বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টে। এই টুর্নামেন্টকে ঘিরে চা’য়ের শহর সিলেট যেন এখন উৎসবের নগরী। গ্যালারিতে দেখা গেল ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা!
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আবাহনী নির্ধারিত ২০ ওভারে করে ১৩৯ রান। জবাবে ৪ উইকেট হারিয়ে শেষ বলে লক্ষ্যে পৌঁছে যায় ইউসিবিএল।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী : ১৩৯/৮, ২০ ওভার (আফতাব ৩৩, মিজানুর ১৮, শুভ ৩১, জিয়া ২০, ফরহাদ রেজা ১৭*; দেলোয়ার ৪/১৮)।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক : ১৪০/৪, ২০ ওভার (তামিম ৪৩, ইমরুল ১৪, মিঠুন ৬৭*; শুভাশীষ ২/২৪, ফরহাদ রেজা ১/২৭)।
ফল : ইউসিবিএল ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : মিঠুন আলী।
এদিকে রোববার বিজয় দিবস টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আরেক ম্যাচে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাঙ্ক ৭ উইকেটে ১২৬ রান করে । সৈকত আলী ১৮ বলে করেন ২৫। এনামুল হক ২৭ বলে করেন ৩৫ রান। ২৬ রানে ৩ উইকেট নেন ইলিয়াস সানি।
জবাবে খেলতে নেমে ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে মোহামেডান।
জহুরুল ইসলাম ৫২ বলে করেন ম্যাচ জেতানো ৬৫ রান।
Discussion about this post