তিনি যে বিশ্বসেরাদের অন্যতম, সেটা জানা হয়েছে অনেকেরই। তিনি মাঠে থাকা মানেই বাংলাদেশ সমর্থকদের বাড়তি স্বস্তি। বুধবারও অনেকটা একাই লড়ছেন ঢাকা টেস্টে। পাকিস্তানের বিপক্ষে দলের পক্ষে দুই ইনিংসেই সর্বোচ্চ রান তুললেও হার বাঁচাতে পারেন নি। তবে সাকিব আল হাসান ফের পা রেখেছেন অনন্য উচ্চতায়।
ঢাকা টেস্টে ফিরেই বুঝিয়ে দিলেন-কেন তিনি সেরা। দলের হয়ে তার দুটো ইনিংস যথাক্রমে ৩৩ ও ৬৩। তার পথ ধরে এবার টেস্টে ৪ হাজার রান ক্লাবে পা রাখলেন সাকিব। গড়লেন আরেকটি বিশ্ব রেকর্ড। টেস্টে ৪ হাজার রান ও ২০০ উইকেটের ডাবলে ছাড়িয়ে ইয়ান বোথামকে পেছনে ফেললেন বাংলাদেশের এই তারকা।
বুধবার শেরেবাংলায় চমক দেখিয়ে অবশ্য ছুটিতে যাচ্ছেন সাকিব। তার আগে টেস্টে তার উইকেট সংখ্যা ২১৫টি। টেস্ট ইতিহাসের সবচেয়ে দ্রুততায় ৪ হাজার রান ও ২০০ উইকেটের ‘ডাবল’পূর্ণ করেন এই অলরাউন্ডার । ৫৯ টেস্টে গড়েন এই কীর্তি। ৬৯ টেস্টে এই ডাবল গড়ে আগের রেকর্ড ইংলিশ কিংবদন্তি ইয়ান বোথামের। সাকিব ও বোথাম ছাড়া ৪ হাজার রান ও ২০০ উইকেটের ডাবল গড়েছেন ৪ জনের-জ্যাক ক্যালিস, গ্যারি সোবার্স, কপিল দেব ও ড্যানিয়েল ভেট্টোরি।
২০১৮ সালে এই বোথামকে পেছনে ফেলে ৩ হাজার রান ও ২০০ উইকেটের ডাবলের বিশ্বরেকর্ড গড়েছিলেন সাকিব।
এদিকে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাকিব পেলেন ৪ হাজার রান। তার আগে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম হয়েছেন এই ক্লাবের সদস্য।
Discussion about this post