আগের দিন মাঠেই আসেনি দুই দল। অঝোর ধারার বৃষ্টির মধ্যে হোটেল ছেড়ে মিরপুরের হোম অব ক্রিকেটে আসার কোন কারণই ছিল না। একটি বলও মাঠে গড়ায়নি আগের দিন। তবে মঙ্গলবার সূর্য না হাসলেও ঠিকই শুরু হয়েছে ঢাকা টেস্ট। সকাল ১০টা ৫০ মিনিটে শুরু হয় খেলা।
তবে দুই দিনের বৃষ্টিতে উইকেট বড্ড অন্যরকম। স্যাঁতস্যাতে। আর বাউন্স অসমান। এ অবস্থায় ব্যাটিং করাটা সহজ নয়। তারমধ্যে বাংলাদেশের বোলিংও ভাল হচ্ছে। এ অবস্থায় মঙ্গলবার টেস্টের চতুর্থ দিন লাঞ্চ বিরতিতে ৪ উইকেটে ২৪২ রান তুলল পাকিস্তান।
প্রথম সেশনে খেলায় হয়েছে ১৯.৪ ওভার। যেখানে ২ উইকেট হারিয়ে পাকিস্তান তুলল ৫৪ রান। আজহার আলি ফিরেন ৫৬ রানে। ৭১ বাবর আজম আউট ৭৬ রানে। এরমধ্যে বাবরকে ফিরিয়ে প্রথম টেস্ট উইকেট পেলেন পেসার খালেদ আহমেদ। আজহারের উইকেট পেয়েছেন ইবাদত।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান ১ম ইনিংস: ৮৩ ওভারে ২৪২/৪ (আগের দিন ১৮৮/২) (আবিদ ৩৯, শফিক ২৫, আজহার ৫৬, বাবর ৭৬, ফাওয়াদ ১৯*, রিজওয়ান ২৬*; ইবাদত ২০-৯-৭৯-১, খালেদ ১৫-৫-৪০-১, সাকিব ১৫-৬-৩৩-০, তাইজুল ২১-৬-৫৮-২, মিরাজ ১২-২-৩১-০)।
# চতুর্থ দিন লাঞ্চ পর্যন্ত।
Discussion about this post