গোটা আফ্রিকা জুড়ে করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন আতঙ্কে স্থগিত হয়ে যায় ২০২২ নারী বিশ্বকাপের বাছাই পর্ব। মাঝপথেই টুর্নামেন্ট বাতিল করে দেশে ফেরত পাঠানো হয় অংশগ্রহনকারী দলের ক্রিকেটারদের। এবার সেই জিম্বাবুয়ে থেকে ফেরা বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
লম্বা ভ্রমণ শেষে গত ১ ডিসেম্বর দেশে ফেরে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। ফিরেই হোটেল সোনারগাঁওয়ে পাঁচদিনের কোয়ারেন্টাইনে চলে যায় তারা। দলের নারী ক্রিকেটাররা এখনো আছেন সেখানেই। তারমধ্যেই এবার জানা গেল- দুই নারী ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ এই খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছে। কোন দুই ক্রিকেটার আক্রান্ত হলেন সেটি জানানো হয়নি। তবে সেই দুই ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়েছে। হোটেলেই নিরাপদে আছেন বাকি ক্রিকেটাররাও।
ঢাকায় ফেরার পরই নারী দলের সব ক্রিকেটার, কোচ, কর্মকর্তাদের বেশ কয়েকটি করোনা পরীক্ষা করানো হয়। তবে তখন কোন রিপোর্টে করোনা পজিটিভ ফল আসেনি। সোমবার দুপুরে করা পরীক্ষার ফল পজিটিভ আসে। এখানে তাদের শরীরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের উপস্থিতি রয়েছে কীনা সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা ছিল নারী দলের। এ অবস্থায় নারী দলের সঙ্গে সাক্ষাত করতে হোটেল সোনারগাঁওয়ে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিসিবির কয়েকজন কর্তা। তখনই মিলল এই দুঃসংবাদ! এ অবস্থায় পুরো বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর দেখভাল করবে।
দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের কারণে বিশ্বকাপ বাছাইপর্ব বাতিল করে আইসিসি। পরিস্থিতি বুঝে করোনার কারণে বিশ্বকাপ বাছাইপর্ব বাতিল করতে বাধ্য হলো আইসিসি। আইসিসির সবশেষ ওয়ানডে র্যাঙ্কিং অনুযায়ী তিনটি দল সুযোগ পাচ্ছে ২০২২ বিশ্বকাপে। সবশেষ র্যাঙ্কিং অনুযায়ী ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ পঞ্চম স্থানে। ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড আছে ষষ্ঠ স্থানে। ২০২২ বিশ্বকাপের আয়োজক। ৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল আছে সপ্তম স্থানে। ৬৮ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান নারী দল আছে এরপরই। তারা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতের সঙ্গে ২০২২ বিশ্বকাপে খেলবে সরাসরি।
Discussion about this post