আগের দিন রাত থেকেই ছিল অঝোর ধারার বৃষ্টি। ঘূর্ণিঝড় ‘জোয়াদ’ -এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল। তারই প্রভাবে ঢাকা টেস্টের তৃতীয় দিনও বৃষ্টি। অবশ্য ঝুঁকি নেয়নি টিম ম্যানেজম্যান্ট। এদিন সকালে হোটেলে থাকার পরামর্শ দেওয়া হয় দুই দলকে। কারণ এমন বর্ষণ মুখর দিনে আর যাই হোক ক্রিকেট খেলা যায় না!
ঢাকা টেস্টে প্রথম দিন ৩৩ ওভার কম খেলা হয়েছিল, দ্বিতীয় দিন খেলা হয় মাত্র ৬.২ ওভার। এবার তৃতীয় দিন সোমবার বৃষ্টির কারণে ক্রিকেটাররা মাঠে না গিয়ে হোটেলেই অবস্থান করলেন। খেলাই হলো না। টানা বৃষ্টিতে পণ্ড হয়ে গেল গোটা একটি দিন। দুপুর ২টায় সমাপ্তি টানা হয় দিনের খেলার।
এ অবস্থায় মঙ্গলবার টেস্টের চতুর্থ দিনের খেলা আধঘণ্টা এগিয়ে সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হবে। অন্তত ৯৮ ওভার খেলা চালানোর লক্ষ্য রয়েছে। যদিও সূর্য উঁকি দেয় কীনা সেটিও বড় প্রশ্ন! ড্রয়ের পথেই যাচ্ছে ঢাকা টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৬৩.২ ওভারে ১৮৮/২ (আবিদ ৩৯, শফিক ২৫, আজহার ৫২*, বাবর ৭১*; ইবাদত ১২-১-৪৮-০, খালেদ ৭.২-১-২৬-০, সাকিব ১৫-৬-৩৩-০, তাইজুল ১৭-৫-৪৯-২, মিরাজ ১২-২-৩১-০)।
# তৃতীয় দিন শেষে
Discussion about this post