ডিসেম্বরে আকাশের মুখ অন্ধকার। নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে গোটা দেশেই। এ কারণে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও অনেকটা অলস সময় কাটল। প্রথম দিনের খেলা আগেভাগেই শেষ হওয়ার পর মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে খেলা বৃষ্টির কারণে হলো মাত্র ৩৮ বল।
টানা বৃষ্টিতে খেলা চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। এরপর বেলা ৩টার দিকে দ্বিতীয় দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা। ঢাকা টেস্টে প্রথম দিনে খেলা হয় ৫৭ ওভার। এরপর দ্বিতীয় দিনে ৬.২ ওভার। এদিন কিছুটা সময় সুযোগ পেয়ে বাবর আজম ও আজহার আলি তুলেন ২৭ রান। তৃতীয় উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটি শতরানও পেরিয়ে গেলেন!
মিরপুরের টেস্টে রোববার হাতে ২ ঘণ্টার মতো সময় বাকি থাকলেও পরিস্থিতি বিবেচনায় বিকেল ৩টার দিকে দিনের খেলা শেষ করেন আম্পায়ার।
ঘূর্ণিঝড় ‘জোয়াদ’ -এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল। শনিবার সকাল থেকেই উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে তা ছড়িয়ে পড়েছে গোটা দেশে। এ অবস্থায় টেস্টের প্রথম দিনে শনিবার চা বিরতির পর আর বল মাঠে গড়ায়নি। দ্বিতীয় দিনে সকালটা বসেই কাটে ক্রিকেটারদের। এরপর মাঠে বল মাঠে গড়ায় ১২.৫০টায়। খেলা শুরু হওয়ার আধাঘণ্টা পর আবার শুরু হয়েছে বৃষ্টি। এভাবেই শেষ দিন।
টস জেতা পাকিস্তানের ১ম ইনিংসে সংগ্রহ ২ উইকেটে ১৮৮ রান। অধিনায়ক বাবর আজম ৭১ ও আজহার আলি ৫২ রানে অপরাজিত রয়েছেন।
পাকিস্তান: ১ম ইনিংসে ১৮৮/২ (বাবর ৭১*, আজহার ৫২*)।
Discussion about this post