সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের জন্য হতাশার খবর। আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এই দুই তারকা ক্রিকেটার থাকবেন কীনা নিশ্চিত নয়। মেগা নিলামের আগে সাকিবকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আবার মুস্তাফিজকে রাখছে বলে জানিয়ে দিল রাজস্থান রয়্যালস।
ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার শেষ দি দিনে তালিকা প্রকাশ করে দলগুলো। গত আসর থেকে প্রতি ফ্র্যাঞ্চাইজিকে সর্বোচ্চ চার জন খেলোয়াড় (সর্বোচ্চ দুজন বিদেশি) ধরে রাখার সুযোগ ছিল। কলকাতা ধরে রাখল সুনিল নারাইন, আন্দ্রে রাসেল, বরুন চক্রবর্তী ও ভেঙ্কাটেশ আইয়ারকে।
দ্য ফিজের দল রাজস্থান একজন বিদেশিসহ ধরে রাখল তিনজনকে- সাঞ্জু স্যামসন, জস বাটলার ও জশাসবি জয়সওয়াল।
আইপিএলে সাকিব ২০১১ থেকে টানা সাত মৌসুমের ছয়টিতে খেলেছেন কলকাতায়। কলকাতার দুটি শিরোপা জয়ের সঙ্গীও সাকিব। এরপর তাকে ছেড়ে দিলে ২০১৮ আইপিএলে ২ কোটি রুপিতে কিনে সানরাইজার্স হায়দরাবাদ। দলটির হয়ে খেলেন তিনি দুটি আসরে। ২০২০ আইপিএলে নিষিদ্ধ থাকায় ছিলেন না।
সব শেষ আইপিএলে বাংলাদেশের এই তারকা ফেরেন কলকাতায়। নিলামে বাংলাদেশের অলরাউন্ডারকে তিন কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় শাহরুখ খানের দল। যদিওভারতে মাত্র তিনটি ম্যাচ খেলে করেন ৩৮ রান, ওভারপ্রতি আটের বেশি রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। সংযুক্ত আরব আমিরাতে ফের আইপিএল হলে ফাইনালের আগে শেষ চার ম্যাচে একাদশে ছিলেন সাকিব।
গত আইপিএলের নিলামে মুস্তাফিজকে ১ কোটি রুপিতে নেয় রাজস্থান। ১৪ ম্যাচে ওভারপ্রতি ৮.৪১ রান দিয়ে বাঁহাতি এই পেসার ১৪ উইকেট নিয়েছেন। তাকে না রাখাটা বিস্ময়করই।
Discussion about this post