ইনজুরি তাকে পাঠিয়ে দিয়েছে মাঠের বাইরে। বিশ্বকাপ থেকেই সরাসরি চলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে। হ্যামস্ট্রিংয়ের সেই চোট কাটিয়ে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। যদিও পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দলে নেই বিশ্বসেরা এই অলরাউন্ডার। এরমধ্যে একটা সুখবর পেলেন তিনি।
ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বিশ্বসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন সাকিব। বর্তমান সময়ে খেলছেন আর দারুণ পারফরম্যান্স করেছেন-তাদের নিয়ে গড়া হয়েছে এই দল। আর এই দলটি বাছাই করেছেন উইজডেনের লেখকরা।
এই একাদশের ওপেনার রোহিত শর্মা ও জনি বেয়ারস্টো। ওয়ান ডাউনে বিরাট কোহলিকে। এরপরই বাবর আজম ও লোকেশ রাহুল। তারপরই সাকিব, ক্রিস ওকস। দলে আছেন মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম জাম্পা ও জাসপ্রিত বুমরাহও।
বর্তমান বিশ্বের সেরা টেস্ট দও বেছে নিয়েছে উইজডেন। যদিও এখানে নেই কোন বাংলাদেশি ক্রিকেটার। এখানেও রোহিত শর্মা ঠিকে গেলেন। যেখানে ওপেনিংয়ে তার সঙ্গী মার্নাস লাবুশেন। তারপরই জো রুট, স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসন। এই দলে আরও আছেন মোহাম্মদ রিজওয়ান, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, প্যাট কামিন্স, জেমস অ্যান্ডারসন ও জাসপ্রিত বুমরাহ।
একনজরে উইজডেনের বিশ্বসেরা ওয়ানডে ও টেস্ট দল
উইজেডন ওয়ানডে দল
রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, বিরাট কোহলি, বাবর আজম, লোকেশ রাহুল, সাকিব আল হাসান, ক্রিস ওকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম জাম্পা ও জাসপ্রিত বুমরাহ।
উইজেডন টেস্ট দল
রোহিত শর্মা, মার্নাস লাবুশেন, জো রুট, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, প্যাট কামিন্স, জেমস অ্যান্ডারসন ও জাসপ্রিত বুমরাহ।
Discussion about this post