খবর ছিল-পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে থাকছেন না সাকিব আল হাসান। ইনজুরিই মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছিল তাকে। বিশ্বকাপ থেকেই ছোট নিয়ে ফিরে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। যেখানে তার পরিবারের বসবাস। তবে হ্যামস্ট্রিংয়ে কাবু সাকিব দেশে ফিরলেন। খবর ছড়িয়েছে-পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে রোববার দিবাগত রাতে দেশে ফিরেন সাকিব।
বিশ্বকাপে হ্যামস্ট্রিংয়ে চোট পান জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। দুবাই থেকে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যান। সেখানেই চলেছে বিশ্বসেরা অলরাউন্ডারের পুনর্বাসন প্রক্রিয়া। সেই ধাক্কা সামলে উঠে এবার দেশে ফিরলেন সাকিব।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শেষ। যেখানে ০-৩ ব্যবধানে হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এবার টেস্ট সিরিজ শুরু ২৬ নভেম্বর, চট্টগ্রামে। সাকিব প্রথম টেস্টে সাকিব আছেন কীনা সেটি নিশ্চিত নয়। মঙ্গলবার একটি ফিটনেস টেস্ট হতে পারে তার। এরপর মিলবে সিদ্ধান্ত। সন্দেহ নেই সাকিবের জন্য অপেক্ষা করবেন নির্বাচকরা।
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে ইনিংসের চতুর্থ ওভারে হ্যামস্ট্রিংয়ের চোট পান সাকিব। কিছুক্ষণের জন্য মাঠ ছাড়েন তিনি। ৪ ওভারে ২৮ রান দিয়ে সেই ম্যাচে উইকেট পাননি। এরপর ওপেনিংয়ে নেমে ৯ রান তুলে আউট। গ্রেড-১ এর ইনজুরিতে শেষ হয় তার বিশ্বকাপ।
এবার সাকিব প্রথম টেস্ট খেলার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন। চট্টগ্রামেই ফিরতে চান তিনি!
Discussion about this post