ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের কারণে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যেকার ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে জৈব সুরক্ষা বলয়ে। এ ব্যবস্থা ঠিক রাখতেই মিরপুর স্টেডিয়ামের নিচের গ্যালারি ফাঁকা। তাই হয়তো নিরাপত্তা ব্যবস্থায়ও একটু ঢিল পড়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে সুরক্ষা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়লেন এক দর্শক!
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারীদের ইনিংসে ১৪তম ওভারের দ্বিতীয় বল করার প্রস্তুতি নিচ্ছিলেন মোস্তাফিজুর রহমান। ঠিক সে সময়ই নর্দার্ন গ্যালারির নিরাপত্তা বেষ্টানি টপকে মাঠে ঢোকার চেষ্টা করছেন এক দর্শক। পাঁচ-ছয় জন মাঠ কর্মী ছুটে যান তাকে ঠেকাতে। কিন্তু পারেননি তারা। তাদের এড়িয়ে সীমানার বিলবোর্ড পেরিয়ে ওই তরুণ দর্শক পৌঁছে যান মাঠে। তাকে দেখে মাঝ মাঠের দিকে ছুটে যেতে থাকেন সব খেলোয়াড়। একটু এগিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করেন আম্পায়ার তানভির আহমেদ।
তার কাছাকাছি ছিলেন মোস্তাফিজ। ওই তরুণ বাঁহাতি এই পেসারের কাছে গিয়ে মাটিতে মাথা ছুঁয়ে সেজদার মতো ভঙ্গি করেন। এরপর একজন নিরাপত্তা কর্মী তাকে টানতে টানতে কিউরেটরের কক্ষের পাশের গেট দিয়ে বাইরে নিয়ে যান।
এরআগেও মিরপুরের গ্যালারি থেকে মাঠে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এবার জৈব সুরক্ষা বলয় ভেঙে একজন ঢুকে পড়লেন মাঠে। স্বাভাবিকভাবেই মিরপুর স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনী নিয়ে প্রশ্ন উঠতেই পারে।
Discussion about this post