ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দীর্ঘদিন ধরেই চোটসঙ্গী করে মাঠের বাইরে রয়েছেন তামিম ইকবাল। তবে এ মাসেই চেনা পরিবেশে ফেরার অপেক্ষা ফুরাচ্ছে তার। পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজ দিয়েই দলে ফিরতে যাচ্ছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তামিম। তার চোখ টেস্টে। জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন তিনি। এরপরই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ, সে সিরিজেই চোখ তার।
চলতি নভেম্বরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। এই সফরে তিনটি টি-টোয়েন্টি আর দুটো টেস্ট খেলবে দলটি। সেই দুই টেস্ট আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশও।
রোববার তামিম চোটের পরিস্থিতি নিয়েই আলোচনায় বসেছিলেন বিসিবির মেডিক্যাল দলের সঙ্গে। সেই আলোচনায় নির্ধারিত হয়েছে যে, আগামী ৭ নভেম্বর তামিম স্পিনের বিপক্ষে ব্যাটিং অনুশীলন শুরু করবেন। এরপর ধাপে ধাপে পূর্ণ অনুশীলনে নামবেন তিনি। এ ব্যাপারে ক্রিকবাজকে তামিম বলেন, ‘আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে ৭ নভেম্বর থেকে স্পিনের বিপক্ষে অনুশীলনের পরামর্শ দিয়েছেন। এখন আমি এনসিএলের পঞ্চম রাউন্ড দিয়ে মাঠে ফেরার কথা ভাবছি। আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে উঠিনি আমি। তবে আমি পুনর্বাসনের তিন সপ্তাহ কাটিয়ে ফেলেছি। অনুশীলনে ফেরার আগে আরও এক সপ্তাহ সময় আছে আমার হাতে।’
আগামী ১৯, ২০, ও ২২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর ২৬ নভেম্বর মাঠে গড়াবে দুই টেস্টের প্রথমটি। পরের টেস্ট ৪ ডিসেম্বর।
Discussion about this post