ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টানা হারে কার্যত অনেকটায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন ফিকে হয়ে গেছে বাংলাদেশ দলের। তবে ব্যাপারটি খুব একটা আমলে নিচ্ছে না টাইগাররা। তাদের চোখ সুপার টুয়েলভের পরবর্তী তিন ম্যাচে। সবকটিতেই জিতে দলটি জেতে চায় এ টুর্নামেন্টের শেষ চারে।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে আগামী ম্যাচগুলোতে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না টাইগাররা। আর তাই সেমিফাইনালে যাওয়ার সমীকরণ কঠিন হলেও গ্রুপে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকা বাংলাদেশ দল এখনও আশা হারাচ্ছে না। শুক্রবার বাংলাদেশ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ও টি-টোয়েন্টির সফলতম দল ওয়েস্ট ইন্ডিজের। এই ম্যাচ জিতে বাংলাদেশ সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে চায়। এমনটাই জানিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান, ‘অবশ্যই। আমাদের টিকে থাকতে হলে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ গুরুত্বপূর্ণ। সবার মনোযোগ এই ম্যাচ নিয়েই। ইনশাআল্লাহ্ কাল যদি ভালোভাবে শুরু এবং শেষ করতে পারি তাহলে হয়ত পরের ম্যাচগুলো সহজ হয়ে যাবে এবং পুরো দল চাঙ্গা হয়ে যাবে।’
সোহান আরও বলেন, ‘দুই ম্যাচ হেরে অবশ্যই আমরা টুর্নামেন্টে ব্যাকফুটে আছি। বাংলাদেশে থাকতে অনেকেই বলেছি আমাদের আশা সেমিফাইনাল খেলা। কাল জিতলে সেমিফাইনালে খেলার আশা টিকে থাকবে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ বিকাল ৪টায় মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ হারলেই কিন্তু সেমির স্বপ্ন একবারে শেষ হয়ে যাবে টাইগারদের।
Discussion about this post