ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পুরোনো পিঠের চোটে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথ থেকে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। বিশ্বকাপের পর টি-টেন লিগ থেকেও ছিটকে গেলেন এই পেস বোলিং অলরাউন্ডার। বিষয়টি নিশ্চিত করেছে তার দল বাংলা টাইগার্স।
প্রথমবারের মতো টি-টেন লিগে দল পেয়েছিলেন সাইফ। যদিও শেষ পর্যন্ত খেলা হচ্ছে না তার। মূলত ইনজুরির কারণে টি-টেনে খেলা হচ্ছে না তার। এদিকে টি-টেনের এবারের আসর মাঠে গড়াবে আগামী ১৯ নভেম্বর। পঞ্চম আসরের পর্দা নামবে ৪ ডিসেম্বর ফাইনাল দিয়ে।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশের হয়ে ৪ ম্যাচ খেলে সাইফউদ্দিন। যেখানে ৫টি উইকেট নিয়েছেন।
Discussion about this post