ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এতদিন টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকারের কীর্তি ছিল পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির। সেই রেকর্ড বৃহস্পতিবার ছুঁলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই জনেরই এখন উইকেট ৩৯টি করে।
এখন পর্যন্ত ২০ ওভারের ক্রিকেটে বৈশ্বিক আসরের সবগুলোতে খেলা সাকিব রেকর্ডটি স্পর্শ করলেন ২৭ ইনিংসে। সেখানে আফ্রিদি বোলিং করেছেন ৩৪ ইনিংসে।
পাপুয়া নিউ গিনির বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামার আগে বিশ্বকাপে সাকিবের উইকেট ছিল ৩৫টি। এদিন ৪ ওভার বল করে মাত্র ৯ রানের খরচায় তিনি নেন ৪টি উইকেট। সাঈদ আজমল ও লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে নিজের নাম লেখান আফ্রিদির পাশে। এতে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকারির তালিকায় যৌথভাবে আফ্রিদির সাথে শীর্ষে অবস্থান করছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটের মালিক। আর একটি উইকেট পেলেই তিনি ছাড়িয়ে যাবেন পাকিস্তানের কিংবদন্তিকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকা:
১. সাকিব আল হাসান – ২৮ ম্যাচে ৩৯ উইকেট
২. শহীদ আফ্রিদি – ৩৪ ম্যাচে ৩৯ উইকেট
৩. লাসিথ মালিঙ্গা – ৩১ ম্যাচে ৩৮ উইকেট
৪. সাঈজ আজমল – ২৩ ম্যাচে ৩৬ উইকেট
৫. অজন্তা মেন্ডিস – ২১ ম্যাচে ৩৫ উইকেট
৬. উমর গুল – ২৪ ম্যাচে ৩৫ উইকেট
৭. ডেল স্টেইন – ২৩ ম্যাচে ৩০ উইকেট
৮. স্টুয়ার্ট ব্রড – ২৬ ম্যাচে ৩০ উইকেট
৯. ডোয়াইন ব্রাভো – ২৯ ম্যাচে ২৫ উইকেট
১০. স্যামুয়েল বদ্রি – ১৫ ম্যাচে ২৪ উইকেট
Discussion about this post