ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুরু হয়ে গেলো টি-টুয়েন্টি বিশ্বকাপ ধামাকা। যেখানে প্রথম তারকা জিশান মাকসুদ। ওমান অধিনায়ক এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম বোলার হিসেবে শিকার করলেন ৪ উইকেট। রোববার পাপুয়া নিউ গিনির বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়ে বল হাতে নিয়ে চমক দেখান জিশান। ৪ ওভারে ২০ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট।
৪ ওভারে ২০ রান খরচায় ৪ উইকেট নিয়ে ওমানের সফল বোলার জিশান। বুঝিয়ে দেন তাকে হিসেবে রাখতেই হবে। নিজেদের মাঠে চমকই দেখালেন তিনি।
প্রথম দুই ওভারে শূন্য রানে দুই উইকেট হারিয়ে শুরুটা খারাপ হলেও অধিনায়ক আসাদ ভালার ৫৬ রানের ইনিংসে ৯ উইকেটে ১২৯ রান করে পাপুয়া নিউ গিনি। ৪০ বলে চারটি চার ও তিনটি ছয়ে হাফ সেঞ্চুরি করা আসাদ থামেন ৫৬ রানে। কলিমউল্লাহর কাছে শেষ হয় এই ব্যাটসম্যানের ৪৩ বলে সাজানো ইনিংসের।
ওমানের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে ওমানের বিপক্ষে পিএনজির ম্যাচ দিয়ে পর্দা উঠল এবারের আসরের। ২০০৭ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের অভিষেক আসরের প্রথম ম্যাচে ফিফটি করেন ক্রিস গেইল। ২০০৯ আসরের প্রথম ফিফটি লুক রাইটের। ২০১২ আসরের প্রথম ফিফটি তুলেন অজি ক্রিকেটার শেন ওয়াটসনের। ২০১৪ ও ২০১৬ আসরে প্রথম ফিফটি করেন যথাক্রমে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর ও ভুসি সিবান্দা।
Discussion about this post